৪৮ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরা আনছে সনি

| প্রকাশিত হয়েছেঃ July 27, 2018 | টিউন বিভাগঃ
সনি আইএমএক্স৫৮৬ নামে নতুন মডেলের ইমেজ সেন্সর আনার ঘোষণা দিয়েছে। স্মার্টফোনে সেন্সরটি যুক্ত হলে ছবির মান অনেকাংশে বেড়ে যাবে। সেন্সরটি স্মার্টফোনে যোগ করা হলে ৪৮ মেগাপিক্সেলের ছবির রেজুল্যেশন হবে (৮০০০*৬০০০) পিক্সেল এবং সেন্সরে ব্যবহৃত প্রতিটি পিক্সেলের আকার হবে ০.৮ মাইক্রোন। প্রতিটি পিক্সেলের জন্য সেন্সরটি কোয়াড বেইয়ার কালার ফিল্টার ব্যবহার করবে।
৪৮ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরা আনছে সনি

এতে কম আলোতেও নয়েজ এড়ানো যাবে। চলতি বছরের সেপ্টেম্বর সেন্সরটি বাজারে আসার কথা রয়েছে। তবে এর আগেই সনির প্রিমিয়াম স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনে সেন্সরটি দেখা যেতে পারে।

সনি স্মার্টফোন বাজারে তেমন দাপট দেখাতে না পারলেও উন্নতমানের ক্যামেরা সেন্সর তৈরির ক্ষেত্রে তারা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে। তাদের আইএমএক্স সিরিজের সেন্সরগুলো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনে ব্যবহৃত হচ্ছে।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger