Posts

Showing posts from February, 2012

নিছক এক ভালোবাসার গল্প

৭ মার্চ ২০১০, হুম মনে আছে ঠিক এই দিনটিতেই অভ্র প্রথম বুঝতে পারে ফারিহা কে ভালোবেসে ফেলেছে সে। কিন্তু অভ্র সেদিনও জানত না আজও জানে না সেই বুঝতে পারাটা তার জন্য কি নিয়ে আসছে। ফারিহা-অভ্র, ভিন্ন মেরুর দুই বাসিন্দা। কলেজে যখন প্রথম যেদিন কথা হয় সেদিন ফারিহার হাতে কড়া একটা ঝাড়ি খেয়েছিল অভ্র, কারণটা মনে পড়ে না অভ্র’র। তবে ঝাড়ি দিয়েই যে তাদের বন্ধুত্বের শুরু এটা সত্যি। এরপর আবার কোন একদিন কিছু নিয়ে ভুল বোঝাবুঝি, ফারিহার সরি বলা, আবার ভুল বোঝাবুঝি আবার কারও একজনের সরি বলা এভাবেই হঠাত করে কিভাবে যেন তারা খুব ভালো বন্ধু হয়ে গেল! ফেসবুকে অজস্র ঝগড়া করার মিনি ম্যাসেজ, সাহিত্য ম্যাসেজে দুইজনেরই ইনবক্স ভরে যাওয়ার কথা। ঠিক এর মাঝেই ৭ মার্চটা জানি কিভাবে চলে এল। অভ্র’র জীবনে সবচেয়ে প্রিয় কিংবা অপ্রিয় দিন ! যেদিন সে বুঝতে পারে এই কাঠখোট্টা, সব সময় তার বিপরীত কথা বলা মেয়েটাকে সে ভালোবাসে। কিন্তু অভ্র আর ফারিহা যে ভালো বন্ধু আর কিছুই না, তাহলে এখন? অভ্র এই করে, সেই করে বোঝাতে চায় ! পাগলামি করে, বোকামি করে, ফারিহা ভুল বোঝে , ঝগড়া হয় আবার সরি বলে ঠিক পথে আনা কত কি ? কিন্তু