Posts

Showing posts from February, 2016

প্রোগ্রামিং এ ক্যারিয়ার গড়তে চান ?

প্রশ্ন ও উত্তরে প্রোগ্রামিং সমস্যা ও সমাধান- "আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি গত এক বছর ধরে সি প্রোগ্রামিং করছি। আমি UVA তে ১০০ সমস্যা সমাধান করছি। গত তিন মাস ধরে সি প্লাস প্লাস করতেছি।আমার কাছে contest মোটামুটি ভাল লাগে কিন্তু ভবিষ্যতে যদি ভাল না করতে পারি,এই জন্য আমি কি অন্য কোনো language শুরু করব। আমার কাছে প্রোগ্রামিং অনেক ভাল লাগে।আমি যদি প্রোগ্রামিং নিয়ে ক্যারিয়ার গড়তে চায়, তাহলে কোন language আমি এখন শুরু করব।পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার আমার অনেক ইচছা।পিতার বড় ছেলেত তাই টেনশন বেশি। হয়ত এমন একটা ভাষ শিখলাম পড়াশোনা শেষ করে ভাল জব পাইলাম না। ছোট ভাই মনে করে যদি সাহায্য করতেন।" উপরের লেখাটা প্রোগ্রামিং সংক্রান্ত একটা গ্রুপে পেলাম। এমন প্রশ্ন প্রায় সকল কনটেস্ট্যান্টদের মাথায় ঘুরপাক খায়। পোস্টের নিচে আবার চমৎকার একটা উত্তরও পেলাম। উত্তরটি দিয়েছেন Tawkir Ahmed Isti ভাইয়া। বেশ ভাল লেগেছে তার কথাগুলো। তার কমেন্ট নিয়ে তাই এই পোস্ট করাঃ "একটু বড় হবে কমেন্টটা কিন্তু আশা করি আপনি উপকৃত হবেন। ১। প্রথম কথা,

Channel i Live Watch