কাজে অমনোযোগী করে ফেইসবুক

ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইট কাজের প্রতি অনাগ্রহী করে তোলে। এনআইআইটি, এক্সিস ব্যাংক, এইচসিএল টেকনোলজিস, টাইটান ইন্ডাস্ট্রিজ, ভারত ইলেকট্রনিকস,
এসিসি ও অ্যাপোলো হাসপাতালসহ ১০০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে জরিপ চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছে ভারতের গবেষণাপ্রতিষ্ঠান এআইএমএ।
জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের কর্তারা মনে করেন, সামাজিক যোগাযোগের সাইট কর্মীদের কাজে অনাগ্রহী করে তোলে। ৩৭ শতাংশ মনে করেন, এসব সাইট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে। তবে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারে আপত্তি নেই ২৪ শতাংশ প্রতিষ্ঠানের।
অন্যদিকে ৩৮ শতাংশ কর্মী বিশ্বাস করেন, সামাজিক মাধ্যম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন