সিনিয়র ফ্রন্টএন্ড ডেভ টিপস

সিনিয়র ফ্রন্টএন্ড ডেভ টিপস

ফান্ডামেন্টাল জানুন: HTML, CSS, এবং জাভাস্ক্রিপ্টের ব্যাসিক ভালোভাবে আয়ত্ব করুন। নতুবা এগুলোর উপর ভিত্তি করে মডার্ন লাইব্রেরি ব্যবহার করতে গেলে স্ট্রাগল করবেন।


ওয়েবের কাজ বুঝুন: ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট প্রতিনিয়ত কমপ্লেক্স হচ্ছে। ওয়েব কিভাবে কাজ করে, HTML, CSS, এবং জাভাস্ক্রিপ্টে কিভাবে রান করে তা জানুন।


ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম জানুন: সঠিকভাবে কোড করতে না পারলে আপনার কোড অকারণে কমপ্লেক্স হবে এবং ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হবে।


প্র্যাকটিস করুন: ভিডিও দেখা ও ব্লগ পড়ার পাশাপাশি প্র্যাকটিস করতে ভুলবেন না। শেখার জন্য কেবল থিওরি নয়, প্র্যাকটিসও জরুরি।


এক্সপার্টের কাছে সাহায্য চান: সমস্যায় পড়লে এক্সপার্ট বা কমিউনিটির কাছে সাহায্য চাইলে বিস্তারিত তথ্য দিন।


কপি/পেস্ট করবেন না: ইন্টারনেট থেকে সমাধান নিয়ে বুঝে সেই অনুযায়ী কোডে প্রয়োগ করুন।


পার্ফেকশনের চাইতে কাজ কমপ্লিট করুন: কাজ কমপ্লিট করা প্রয়োজন, অতিরিক্ত পার্ফেকশনেশন কখনও কখনও সময় নষ্ট করে।


ছোট টাস্কে ভাগ করুন: বড় কাজগুলো ছোট ম্যানেজেবল টাস্কে ভাগ করুন। একসাথে সব কিছু সমাধান করতে গেলে অসুবিধা হতে পারে।


স্কিল ডেভেলপমেন্টে সময় দিন: নতুন প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে।


ডেভ টুলস আয়ত্ত করুন: ব্যবহার করা টুলস ভালোভাবে জানুন, এতে কাজের সময় কমবে।


সহজ কোড লেখার চেষ্টা করুন: কোডের রিডেবিলিটি গুরুত্বপূর্ণ। ক্লেভার কোড লেখা থেকে বিরত থাকুন।


কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন: ব্যাসিক কমিউনিকেশন স্কিল শিখুন।


ব্রেক নিন: সমস্যা সমাধানে আটকে গেলে বিশ্রাম নিন। মাঝে মাঝে নতুন আইডিয়া আসে।


ফ্রেমওয়ার্কে নিনজা হন: আপনার পছন্দের ফ্রেমওয়ার্কে দক্ষতা অর্জন করুন।


না বলতে শিখুন: সময় ও আগ্রহের ভিত্তিতে কাজ গ্রহণে সচেতন থাকুন।


আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। মূল পোস্টের লিঙ্ক নিচে কমেন্টবক্সে পাবেন। ধন্যবাদ!

লো-লেভেল ডিজাইন শেখার সম্পূর্ণ রোডম্যাপ

লো-লেভেল ডিজাইন শেখার সম্পূর্ণ রোডম্যাপ

আমি ৪টি ইন্টারভিউতে ফেল করেছিলাম কারণ আমি লো-লেভেল ডিজাইন (LLD) প্রবলেমগুলো সঠিকভাবে সমাধান করতে পারিনি। এখানে লো-লেভেল ডিজাইন (LLD) শেখার একটি সম্পূর্ণ রোডম্যাপ দেওয়া হলো:


✅ ১. প্রাথমিক জ্ঞান

- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) এর মূলনীতি

- ক্লাস এবং অবজেক্ট

- ইনহেরিটেন্স এবং পলিমরফিজম

- এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন

- ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস


✅ ২. ডিজাইন প্রিন্সিপল

- SOLID প্রিন্সিপল

- DRY (Don't Repeat Yourself)

- KISS (Keep It Simple, Stupid)

- YAGNI (You Aren't Gonna Need It)

- কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স

- প্রোগ্রাম টু ইন্টারফেস, নট টু ইমপ্লিমেন্টেশন


✅ ৩. ডিজাইন প্যাটার্ন

- ক্রিয়েশনাল প্যাটার্ন

 - সিঙ্গেলটন

 - ফ্যাক্টরি

 - বিল্ডার

 - প্রোটোটাইপ

 - অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি


- স্ট্রাকচারাল প্যাটার্ন

 - অ্যাডাপ্টার

 - ব্রিজ

 - কম্পোজিট

 - ডেকোরেটর

 - ফ্যাসাড


- বিহেভিওরাল প্যাটার্ন

 - অবজারভার

 - স্ট্রাটেজি

 - কমান্ড

 - স্টেট

 - ভিজিটর


✅ ৪. এন্টারপ্রাইজ প্যাটার্ন

- MVC (Model View Controller)

- DAO (Data Access Object)

- DTO (Data Transfer Object)

- রেপোজিটরি প্যাটার্ন

- সার্ভিস লেয়ার প্যাটার্ন


✅ ৫. কঙ্কারেন্সি

- থ্রেড এবং সিঙ্ক্রোনাইজেশন

- থ্রেড পুল

- এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং

- লক এবং সেমাফোর

- ডেডলক এবং রেস কন্ডিশন


✅ ৬. প্র্যাকটিস প্রজেক্ট

- পার্কিং লট সিস্টেম

- এটিএম মেশিন

- ইন-মেমোরি কী-ভ্যালু স্টোর

- ইলিভেটর সিস্টেম

- লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম

- বুকিং সিস্টেম

- ভেন্ডিং মেশিন

- কার রেন্টাল সিস্টেম

- চ্যাট অ্যাপ্লিকেশন

- নোটিফিকেশন সিস্টেম


✅ ৭. ক্লিন কোড

- ক্লিন কোড রাইটিং

- কোড স্মেল আইডেন্টিফিকেশন

- রিফ্যাক্টরিং টেকনিক

- ইউনিট টেস্টিং

- কোড রিভিউ প্র্যাকটিস


✅ টিপস:

- প্রতিটি ডিজাইন প্যাটার্ন নিজে থেকে ইমপ্লিমেন্ট করুন

- ছোট প্রজেক্টগুলো দিয়ে শুরু করুন

- গিটহাব কোড বেস পড়ুন

- ইউএমএল ডায়াগ্রাম আঁকার অভ্যাস করুন

- মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন


✅ রিসোর্স:

- Head First ডিজাইন প্যাটার্ন বই

- Grokking the Object Oriented ডিজাইন ইন্টারভিউ কোর্স

- রফিক-জেড-সি এর সিস্টেম ডিজাইন ইন্টারভিউ কোর্স

- ইউডেমি/কোর্সেরা এর ডিজাইন প্যাটার্ন কোর্স

- গিটহাব ওপেন সোর্স প্রজেক্ট


✅ মনে রাখবেন:

- শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন জরুরি

- নিয়মিত কোড লিখুন

- রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করুন

- কোড রিভিউ করান

- ফিডব্যাক নিন এবং ইম্প্রুভ করুন

সফল হওয়ার সবচেয়ে কার্যকর উপায়

সফল হওয়ার সবচেয়ে কার্যকর উপায়

সফল হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করা। ব্যর্থ হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে খুব অল্প সময়ের ভেতর অনেক কিছু করতে যাওয়া। এই কথাটার মনে হয় একটা ব্যখ্যা দেয়ার দরকার আছে।  ধরা যাক, বড় কোন অর্জণ করার জন্য আপনি অনেক মোটিভেটেড হয়ে কিছু একটা দ্রুত করার জন্য দিনরাত কাজ করা শুরু করে দিলেন। 

সমস্যা হচ্ছে, এটা আপনি কিছুদিন পরই আর কন্টিনিউ করতে পারবেন না। কারণ, আপনার জীবনে অজস্র অন্যান্য প্রায়োরিটি আছে। অনেক ঝামেলা আসবে, বিপদ-আপদ হবে। সেগুলো আপনাকে থমকে দিবে। আপনার সেই স্পিড এ আপনি আর ব্যাক করতে পারবেন না। আপনি হতাশ হয়ে যাবেন। একসময় হাল ছেড়ে দেবেন, ব্যর্থ হয়ে যাবেন। 

অন্যদিকে, ধরা যাক, আপনি বড় কিছু একটা করার জন্য প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করলেন। 

আপনার জীবনে অন্যান্য যা ঝামেলা, বিপদ-আপদ আসার, আসবে। কিন্তু, যেহেতু প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করার টার্গেট আপনার, যা কিছুই ঘটুক, আপনি এই প্রগ্রেসটা ধরে রাখতে পারবেন। প্রতিদিনের এই প্রগ্রেস প্রতিদিন আপনাকে মোটিভেটেড রাখবে, গুড ফিল করাবে। এভাবে কয়েক মাস চলার পর আপনার টোটাল প্রগ্রেস দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর, প্রতিনিদিন এই প্রগ্রেস করার ব্যাপারটা আপনার অভ্যাস হয়ে যাবে। এরপর আপনাকে আর কেউ ঠেকাতে পারবেনা। 

অনেকটা খরগোশ আর কচ্ছপের গল্পটার মতোই। একটু অন্যভাবে বলা। তবে, আপনি মিলিয়ে নেন আপনার অভিজ্ঞতার সাথে। দেখবেন মিলে গেছে । 

ইলন মাস্ক প্রযুক্তির বস

ইলন মাস্ক পৃথিবীর প্রযুক্তির জগৎকে নতুন সমীকরণ নিয়ে যাচ্ছেন। টুইটারের মালিক ইলন, মোবাইলের জগৎ পাল্টে দেবার পথে এবার। 

টেসলা ফোনের ফিচারগুলো চোখ কপালে তুলার মতো। ফোনে লাগবে না চার্জ। হ্যাঁ, সোলার সিস্টেমের মতো, তবে এজন্য সূ্র্যের নিচে গিয়ে চার্জ দিতে এমনটা না। আলো থাকলেই চার্জ হবে। 

টেসলা ফোন

মোবাইলে নেটওয়ার্কের দিন টাটা বাই বাই করতে চলছে টেসলা ফোন, কানেক্টেড থাকছে সরাসরি নিজস্ব স্যাটালাইট স্টারলিংকের সাথে। এতে পলক কাকুরা নিজের সুবিধামতো ইন্টারনেট অফ করার সময় বলবে, আগে ভালো ছিলাম।

পিআই ফোন এমন একটি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করছে, যা মঙ্গল এবং মহাকাশের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম।

কুচকুচে কালো অন্ধকার ক্লিয়ার ফটো তুলতে পারবেন। এছাড়া কিপ্টো কারেন্সি, নিউরালিংক সাপোর্ট ইত্যাদি বিভিন্ন ফিচার সমৃদ্ধ হতে যাচ্ছে টেসলা ফোন। তবে দামটা কিডনিটাচিং'ই, ১০০০/১২০০ ডলারের মধ্যে হতে পারে।

Design by MS Design

Powered by Blogger