ইলন মাস্ক প্রযুক্তির বস

| প্রকাশিত হয়েছেঃ October 16, 2024 | টিউন বিভাগঃ

ইলন মাস্ক পৃথিবীর প্রযুক্তির জগৎকে নতুন সমীকরণ নিয়ে যাচ্ছেন। টুইটারের মালিক ইলন, মোবাইলের জগৎ পাল্টে দেবার পথে এবার। 

টেসলা ফোনের ফিচারগুলো চোখ কপালে তুলার মতো। ফোনে লাগবে না চার্জ। হ্যাঁ, সোলার সিস্টেমের মতো, তবে এজন্য সূ্র্যের নিচে গিয়ে চার্জ দিতে এমনটা না। আলো থাকলেই চার্জ হবে। 

টেসলা ফোন

মোবাইলে নেটওয়ার্কের দিন টাটা বাই বাই করতে চলছে টেসলা ফোন, কানেক্টেড থাকছে সরাসরি নিজস্ব স্যাটালাইট স্টারলিংকের সাথে। এতে পলক কাকুরা নিজের সুবিধামতো ইন্টারনেট অফ করার সময় বলবে, আগে ভালো ছিলাম।

পিআই ফোন এমন একটি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করছে, যা মঙ্গল এবং মহাকাশের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম।

কুচকুচে কালো অন্ধকার ক্লিয়ার ফটো তুলতে পারবেন। এছাড়া কিপ্টো কারেন্সি, নিউরালিংক সাপোর্ট ইত্যাদি বিভিন্ন ফিচার সমৃদ্ধ হতে যাচ্ছে টেসলা ফোন। তবে দামটা কিডনিটাচিং'ই, ১০০০/১২০০ ডলারের মধ্যে হতে পারে।


ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Design by MS Design

Powered by Blogger