সফল হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করা। ব্যর্থ হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে খুব অল্প সময়ের ভেতর অনেক কিছু করতে যাওয়া। এই কথাটার মনে হয় একটা ব্যখ্যা দেয়ার দরকার আছে। ধরা যাক, বড় কোন অর্জণ করার জন্য আপনি অনেক মোটিভেটেড হয়ে কিছু একটা দ্রুত করার জন্য দিনরাত কাজ করা শুরু করে দিলেন।
সমস্যা হচ্ছে, এটা আপনি কিছুদিন পরই আর কন্টিনিউ করতে পারবেন না। কারণ, আপনার জীবনে অজস্র অন্যান্য প্রায়োরিটি আছে। অনেক ঝামেলা আসবে, বিপদ-আপদ হবে। সেগুলো আপনাকে থমকে দিবে। আপনার সেই স্পিড এ আপনি আর ব্যাক করতে পারবেন না। আপনি হতাশ হয়ে যাবেন। একসময় হাল ছেড়ে দেবেন, ব্যর্থ হয়ে যাবেন।
অন্যদিকে, ধরা যাক, আপনি বড় কিছু একটা করার জন্য প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করলেন।
আপনার জীবনে অন্যান্য যা ঝামেলা, বিপদ-আপদ আসার, আসবে। কিন্তু, যেহেতু প্রতিদিন একটু একটু করে প্রগ্রেস করার টার্গেট আপনার, যা কিছুই ঘটুক, আপনি এই প্রগ্রেসটা ধরে রাখতে পারবেন। প্রতিদিনের এই প্রগ্রেস প্রতিদিন আপনাকে মোটিভেটেড রাখবে, গুড ফিল করাবে। এভাবে কয়েক মাস চলার পর আপনার টোটাল প্রগ্রেস দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর, প্রতিনিদিন এই প্রগ্রেস করার ব্যাপারটা আপনার অভ্যাস হয়ে যাবে। এরপর আপনাকে আর কেউ ঠেকাতে পারবেনা।
অনেকটা খরগোশ আর কচ্ছপের গল্পটার মতোই। একটু অন্যভাবে বলা। তবে, আপনি মিলিয়ে নেন আপনার অভিজ্ঞতার সাথে। দেখবেন মিলে গেছে ।
ConversionConversion EmoticonEmoticon