শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চালু হল একটি বাংলাদেশী ওয়েবসাইট

| প্রকাশিত হয়েছেঃ September 29, 2013 | টিউন বিভাগঃ
বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলীদের একত্র করার উদ্যোগ নিয়ে চালু হল ডিপ্লোমা ইন্জিনিয়ারস বিডি.কম, এখানে আপনি সকলের উদ্দ্যেসে আপনার লেখা প্রকাশ করতে পারবেন ।
বিভিন্ন নিতিমালা মেনে সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্যই এ উদ্যোগ,
রেজিষ্ট্রেশন করুন আর লেখা শুরু করুন ,  সাইট লিংক:  http://diplomaengineersbd.com



নিতীমালাসমুহ:

• সকলের মাঝে সেতু বন্ধন, আমাদের অগ্রযাত্রায়……………………………
• কারিগরি, শিক্ষা, পেশা ও অভিজ্ঞতা সংক্রান্ত যে কোন তথ্য পোস্ট করে আমাদের অগ্রযাত্রায় শামিল হন।
• অগ্রজরা অনুজদের নতুন নতুন শিক্ষণীয় বিষয় ও পড়াশুনায় কিভাবে আরও ভাল করা যায় এ ব্যাপারে পরামর্শ প্রদান করতে পারেন।
• অগ্রজরা অনুজদের কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়নে পরামর্শ প্রদান করতে পারেন।
• নতুন নতুন প্রযুক্তি ও এর ব্যাবহার সমন্ধে জানাতে পারেন/জানতে চাইতে পারেন।
• আমাদের যে কোন চাকরির খবরাখবর এখানে পোস্ট করুন।
• আমাদের উপকার হয় এমন যে কোন বিষয় এখানে পোস্ট করতে পারেন।
• আমাদের প্রয়োজনীয় যে কোন প্রশ্ন বা তথ্য জানাতে পারেন/জানতে চাইতে পারেন।
• মেম্বারদের মধ্যে যে কারো উত্তর জানা থাকলে উত্তর দিবেন বা কোন লিঙ্ক দিয়ে সহযোগিতা করবেন।
• বিতর্কিত কোন বিষয় পোস্ট বা কমেন্ট করবেন না।
• দয়া করে যে কোন কমেন্ট বা পোস্ট দেয়ার আগে ভেবে নিন, অন্তত একবার।
• সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের সকলের উন্নয়ন হক এটাই কাম্য।

❒  সদস্য হবার যোগ্যতাঃ



◉  সদস্য কে অবশ্যই দেশের অনুমোদিত যেকোনো পলিটেকনিক ইন্সিটিউট এর শিক্ষার্থী কিংবা পাসকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং  পাস করার পর বি.এস সি ইঞ্জিনিয়ারিং  সহ অন্যান্য উচ্চতর ডিগ্রি অর্জন করেছে কিংবা অধ্যয়ন রত এমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গন ও এই সাইটের সদস্য হতে পারবেন ।

অর্থাৎ

◉  যে সকল বি.এস.সি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর  ডুয়েট  কিংবা অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা অন্যান্য উচ্চতর ডিগ্রি নিয়েছে কিংবা নিচ্ছে তারাও এই সাইটের সদস্য হতে পারবে ।





❒ যারা সদস্য হবার অযোগ্যঃ



◉  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নহে কিংবা   ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত নহে তারা দয়া করে এই সাইটে যুক্ত হবেন না  ।

অর্থাৎ

◉  সাধারন শিক্ষা ব্যাবস্থা হতে আগত কোন শিক্ষার্থীকে অনুরোধ করছি এই সাইটে যুক্ত না হতে ।



❒  সদস্য কে অবশ্যই পালনীয় নীতি সমুহঃ



➩ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয় ব্যাতিত  অন্য যেকোনো পোস্ট , ছবি এই সাইটে পোস্ট করা যাবেনা ।  তবে শিক্ষামূলক এবং দেশের স্বার্থে কাজে আসে এমন পোস্ট এর ক্ষেত্রে এই নীতি শিথিলযোগ্য ।



➩ এখানে ইঞ্জিনিয়ারিং বিষয় ব্যতীত অযথা অন্য কোন লিংক দেয়া যাবে না।  শুধু মাত্র ইঞ্জিনিয়ারিং বিষয়ের সাথে সম্পর্কিত আর্টিকেল, তথ্যভিত্তিক লিঙ্ক গ্রহণযোগ্য।  নিজের বা অন্যের ওয়েবসাইট প্রোমটের উদ্দেশ্যে লিঙ্ক শেয়ার করার চেষ্টা করা যাবে না। যদি করা হয়, সেক্ষেত্রে আপনাকে বিশেষ কারন উপস্থাপন করতে হবে। আর প্রোমটের চিন্তা থাকলে এখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।



➩ কোন ব্যাপারে জানতে হলে আপনার প্রশ্ন,কনফিউশনটি যতদূর সম্ভব পরিষ্কার ও বিস্তারিত করে পোস্ট করবেন। তবে এক্ষেত্রে আপনার মূল সমস্যাটিকে প্রাধান্য দিন। সরাসরি লিঙ্ক শেয়ার করা যাবে না। আগে সমস্যাটি জানাতে হবে।



➩ কমেন্ট বা পোষ্টে কোন ধরনের এফিলিয়েট লিংক এবং এ্যফিলিয়েট ফাইল হোস্টিং সাইটের (যেমনঃ Ziddu ) লিংক শেয়ার সম্পূর্ণ নিষিদ্ধ। যদি করা হয় তবে সাথে সাথে তাকে ব্যান করা হবে।



➩ এখানে গ্রুপ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের সাথে সংশ্লিষ্ট নয়  এমন কোন পেজ বা গ্রুপ এর লিঙ্ক , কোন অবাঞ্ছিত ও ভুয়া সংবাদ এর লিঙ্ক , পোস্ট , ছবি দেয়া যাবে না ।



➩ এখানে এ কোন প্রকার রাজনৈতিক পোস্ট এবং আলাপ আলোচনা করা যাবে না ।

➩ বিশেষ দিনক্ষণ যেমন ঈদ, পুজা, জাতীয় দিবস,  এবং অতীব প্রয়োজনীয় পোস্ট যার মাধ্যমে নিজের সহ দেশ ও দশের উপকার সাধিত হয়, ইত্যাদি ব্যতীত সকল অফ টপিক ও ব্যক্তিগত লেখা এখানে অগ্রহনযযোগ্য।





➩ সদস্য কে নিজ ভাষা ব্যাবহারে সতর্ক   থাকতে হবে । সকল এর মনে রাখা প্রয়োজন যে অন্যের প্রতি নিজের প্রয়োগকৃত ভাষা নিজ এবং নিজের বংশের পরিচয় তুলে ধরে । তাই এখানে এর যেকোনো পোস্ট, কিংবা কমেন্ট এ কোনরুপ অবাঞ্ছিত ও আপত্তিকর ভাষা ব্যাবহার করা যাবে না ।



➩  আক্রমণাত্তক বা কাউকে হেও প্রতিপণ্য করে কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না। কেউ ভদ্রতার সীমা লঙ্ঘন করলে তাকে পারমানেন্টলি ব্যান করা হবে।



➩ এখানে সংরক্ষিত তথ্য সম্পর্কে ভালভাবে না জেনে এবং এই গ্রুপ এ ডিপ্লোমা প্রকৌশলী দের স্বার্থে প্রচারিত কোন সংবাদ সম্পর্কে ভালভাবে না জেনে এমন কোন অবাঞ্ছিত পোস্ট করা যাবে না যাতে  সকল সদস্যদের সামাজিক অনুভুতিতে আঘাত হানে ।



➩ এখানে কোন প্রকার জোকস মুলক পোস্ট  দেয়া যাবে না ।

➩ দেশের যুব সমাজের চারিত্রিক গুনে আঘাত হানে  এরুপ কোন পোস্ট , লিঙ্ক বা ছবি শেয়ার করা যাবে না ।



➩ কোন কমেন্টে বা পোস্টে অনৈতিক কিছু চোখে পড়লে তা  ম্যাসেজের মাধ্যমে   জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।



➩ এই ওয়েব সাইট সম্পর্কে আপনার যেকোনো অভিযোগ থাকলে অবশ্যই তার কারনসহ উপর্যুক্ত প্রমান [ অভিযোগের সোর্স লিঙ্ক বা স্ক্রিন শর্ট ] সাপেক্ষে এডমিন কে অবহিত করবেন ।  প্রমান বিহীন আপনার কোন অভিযোগ গ্রহন করা হবে না ।





➩ সকল সদস্য কে প্রদত্ত নীতিসমুহ পালনে বিশেষভাবে অনুরোধ করা গেল ।  



➩ যেকোন ধরনের স্প্যামিং এবং  নীতিমালা ভাঙ্গার জন্য প্রথমবার সতর্ক করে দেয়া হবে এবং ২য় বার কোন প্রকারের নোটিশ ছাড়াই তাকে পারমানেন্টলি ব্যান করা হবে।



মনে রাখবেন  সাইট এর এই সকল মূলনীতির বহির্ভূত হলে এডমিন প্যানেল উক্ত সদস্য কে ব্যান করতে বাধ্য থাকিবে ।



❒ সাইট এর এই মূলনীতি সমুহের যেকোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন এডমিন প্যানেল কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত ।

 সাইট অ্যাডমিনগন আপত্তিকর বা নীতিমালা বহির্ভূত কোন প্রকার পোস্ট/ইমেজ/কমেন্ট যে কারো অনুমতি ছাড়াই ডিলিট করার অধিকার রাখে। সেজন্য সেই অ্যাডমিন সহযোগি অ্যাডমিন ছাড়া অন্য কারো কাছে কোন কৈফিয়ত দিতে বাধ্য নয়।

Previous
Next Post »

1 টি মন্ত্যব্য:

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Anonymas
admin
September 29, 2013 at 10:02 PM ×

good site

Congrats bro Anonymas you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar
Design by MS Design

Powered by Blogger