মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভ্রান্ত অ্যাসিমো

| প্রকাশিত হয়েছেঃ September 04, 2013 | টিউন বিভাগঃ

a1জাদুঘরে আসা দর্শকদের অঙ্গভঙ্গিতে বিভ্রান্ত হচ্ছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট অ্যাসিমো। অ্যাসিমো বর্তমানে জাপানে টোকিওর মিরাইকান বিজ্ঞান জাদুঘরের গাইড হিসেবে কর্মরত। হোন্ডার তৈরি এ রোবট, প্রশ্ন করা কিংবা ছবি উঠানোর
জন্য হাত তোলার মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়ছে।
এদিকে ভয়েস কমান্ডও অনুসরণ করতে পারে না অ্যাসিমো। এর বদলে টাচস্ক্রিনের মাধ্যমে নির্বচিত ১০০টি প্রশ্নের উত্তর দিতে পারে অ্যাসিমো। কিন্তু সম্প্রতি কার্যপ্রণালি প্রদর্শন মহড়ায় রোবটটি বারবারই আটকে গিয়ে নিজেই প্রশ্ন করতে থাকে।
জাপানি অটোমোবাইল কোম্পানী হোন্ডার রোবটিকস প্রযুক্তি বিশেষজ্ঞ সাতোশি শিগেমি বলেন, “অ্যাসিমো এখন পর্যন্ত বাচ্চাদের হাত নাড়া বুঝতে শিখেছে। কিন্তু সেটা দিয়ে কী বোঝায়, তা বলতে পারবে না”।
১৯৯৬ সাল থেকে অ্যাসিমোর উন্নয়ন শুরু  করে হোন্ডা। এখন পর্যন্ত মানুষের মতো হাঁটাচলা ও কথাবার্তা বলার ক্ষেত্রে বিশ্বের মধ্যে অ্যাসিমোই শীর্ষে।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger