ফড়িং সদৃশ রোবট

| প্রকাশিত হয়েছেঃ September 04, 2013 | টিউন বিভাগঃ

 ফড়িং সদৃশ রোবট ‘বায়োনিকঅপ্টার’

ফড়িং সদৃশ রোবট ‘বায়োনিকঅপ্টার’
জার্মান গবেষকেরা ফড়িং-এর মতোই এক বিশেষ রোবট যান তৈরি করেছেন যা উড়তে পারে এবং গোপন তথ্য সংগ্রহ
করতে পারবে।
জার্মানির রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফেসটো ‘বায়োনিকঅপ্টার’ নামে ফড়িং সদৃশ রোবট তৈরি করছে। প্রকৃতিক ফড়িং থেকে অনুপ্রাণিত হয়েই বিশেষ এ রোবট ফড়িংয়ের পাখার দৈর্ঘ্য ৬৩ সেন্টিমিটার করা হয়েছে। অত্যন্ত হালকা কার্বন ফাইবার ও প্লাস্টিক তন্তু ব্যবহার করে তৈরি করা হয়েছে এর চারটি পাখা। ১৭৫ গ্রাম ওজন ও ৪৪ সেন্টিমিটার দৈর্ঘ্যের এ ফড়িং রোবটটি পাখা নাড়িয়ে সহজেই উড়ে যেতে পারে।
মোটর আর সেন্সরে ঠাসা এ রোবটটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এ ফড়িংটি ডানে-বামে, ওপর-নিচে সবদিকেই পাখা নাড়িয়ে উড়ে যেতে পারে আবার সত্যিকারের ফড়িংয়ে মতো পথও চিনতে পারে।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger