প্রতিবারই নতুন Apple iPhone বের হওয়ার সময় অনেক জল্পনা কল্পনা করা হয়, বের হয় নানা রকম আগাম ছবি, iPhone 5S এর বেলায়ও ঠিক একই ব্যাপার ঘটছে। এবার বের হল iPhone 5S এর কিছু ছবি।
বামে আইফোন 5S এর ফটো এবং ডান পাশের টা হচ্ছে আইফোন 5 এর ফটো ।
আইফোন 5S এর A7 সিরিজ চীপ ।
আইফোন 5S এর রিয়ার কেমরা , মাইক্রোফোন, এবং ডুয়েল লিড ফ্ল্যাশ ।
আইফোন 5S এর IMEI obscured ।
আইফোন 5S বেক পার্টটি এই ধরনের হতে পারে ।
এই ফটো গুলো ধারনা সরূপ ।
আইফোন 5S বিভিন্ন রকম কালারে পাওয়া যাবে ।
ছবিগুলো
দেখে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে ধারণা করা হচ্ছে নতুন iPhone 5S এ থাকবে
৪ ইঞ্চির 1136×640 রেজুলেশনের IGZO ডিসপ্লে, ১২ মেগা পিক্সেলের ক্যামেরা
সহ ডুয়াল LED ফ্ল্যাশ, ২জিবি RAM, দ্রুতগতির প্রসেসর
এবং কোয়াড-কোর PowerVR SGX544MP4 জিপিইউ। NFC থাকবে বলেও জানা গেছে।
আপাতত সারা বিশ্বের iPhone প্রেমী টেক গিগস্দের এতটুকুই জেনে শান্ত থাকতে হচ্চে
ConversionConversion EmoticonEmoticon