ছবির বিভিন্ন রকম মাপ


ফটোশপে কাজ করতে গেলে এই মাপ গুলো অনেক সময় কাজে লাগে। আর এই মাপ গুলো খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মাপ গুলো দেখি।


Stamp Photo Size = (.8″×1″)
Passport Photo Size = (1.52″×1.9″)
3R Photo Size = (3.5″×5″)
4R Photo Size = (4″×6″)
5R Photo Size = (5″×7″)
6R Photo Size = (6″×8″) 8R Photo Size = (8″×10″)
8L Photo Size = (8″×12″)
10R Photo Size = (10″×12″)
10L Photo Size = (10″×15″)
12R Photo Size = (12″×16″)
12L Photo Size = (12″×18″) 16R Photo Size = (16″×20″)
20R Photo Size = (20″×24″)
20L Photo Size = (20″×30″)
উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই।
প্রথমে দৈর্ঘ্য তারপর প্রস্থের মাপ
দেওয়া আছে। যেমন: (1.52″×1.9″)
এখানে 1.52″ হচ্ছে ছবির দৈর্ঘ্যের মাপ
আর 1.9″ হচ্ছে প্রস্থের মাপ,
প্রত্যকটি মাপের ক্ষেত্রেও একই কাহিনী। এই মাপ গুলোর মধ্যে বেশি দরকার
হয় Stamp, Passport, 3R, 4R, 5R, 8R,
10R, 12R সাইজের ছবি।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন