একটা অ্যাডঅন্স ইনস্টল করবেন। অ্যাডঅনটি মজিলা রিলেটেড যেকোন ব্রাউজারেই চলবে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন।
এবার নিচের দেওয়া ছবিটির মত (Add to Firefox) এই বাটনে একটা ক্লিক করুন। এবার কিছুকক্ষন করার পর একটা মেসেজ আসবে ওটাতে Allow করে অ্যাডঅনটি ইনস্টল করে নিন, ইনস্টল হয়ে গেলে আপনার ব্রাউজারটি একরার রিস্টার্ট দেন অর্থাৎ ব্রাউজারটি কেটে দিয়ে কিছুক্ষন পর পুনরায় চালু করুন।
এবার যেকোন জায়গাই বাংলা লিখার আগে মাউসের ডান বাটনে ক্লিক করে Check Spelling এখানে ক্লিক করুন। ডিফল্টভাবে ওখান English সিলেক্ট করাই থাকে তাই, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে Language এখানে গিয়ে Bengali (Bangladesh) সিলেক্ট করুণ।
ব্যাস কাজ শেষ! এবার বিনা টেনশানে বাংলা লিখুন ফেসবুকে বা অন্য যেকোন জায়গাই৷ বাংলা বানান ভুল হলে এবার আপনার ফায়ারফক্সই ধরিয়ে দিবে।
ConversionConversion EmoticonEmoticon