আপনার বন্ধুকে ভয় পাইয়ে দিন Shut Down Virus তৈরি করে

আপনি কি আপনার বন্ধুকে একটু আতঙ্কিত করতে চান ? চাইলে এটা বেশ কাজে দেবে। কাজটা খুবই সাধারণ, কয়েকটা Step এর মাধ্যমেই এটা আপনি করতে পারবেন। Just Victim একটা Icon এ ক্লিক করলেই Error Message আসবে আর কিছুক্ষণের মধ্যেই তার পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আসুন তাহলে দেখি কিভাবে এটা করবেন।
আগে একটা কথা বলা উচিত এটা আসলে সত্যিকার অর্থে ভাইরাস না, এটা একটা Shutdown Program.
এই মজার কাজটার জন্য কেবল নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
  • এজন্য প্রথমে আপনার একটা Shortcut তৈরি করতে হবে।
  • প্রথমে আপনার Desktop এর যেকোন জায়গায় মাউস এ Right Button এ ক্লিক করে New সিলেক্ট করে তারপর Shortcut এ ক্লিক করুন।

  • তারপর নিচের মত একটা Window আসবে।

  • এখানে লিখুনঃ
  • shutdown -s -t 10 -c "Virus Detected!! This computer is hacked by Shohag!"
    তারপর Next এ ক্লিক করুন।

    এখানে 10 নির্দেশ করছে কত সময়ের মধ্যে কম্পিউটারটি Shut Down হয়ে যাবে। এখানে 10 দেওয়ার মানে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হবে। আপনি যদি আরও বেশি বা কম দিতে চান তাহলে 10 এর জায়গায় অন্য সংখ্যা লিখুন। Icon এ ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে যে Message টি আসবে সেটি হচ্ছে "Virus Detected!! This computer is hacked by Shohag!!!". আপনি ইচ্ছা হলে নিজের মত করে এটি পরিবর্তন করতে পারেন।
  • তারপর যে Window আসবে সেখানে shutdown এর জায়গায় অন্য একটি নাম দিতে পারেন। আমি Internet Explorer দিলাম। তারপর Finish এ ক্লিক করুন।

  • ব্যাস তৈরি হয়ে গেল আপনার মজার Shut Down Virus! Internet Explorer ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হয়ে যাবে। কিন্তু Icon টা তো Internet Explorer এর না। এজন্য আর মাত্র একটা কাজ করুন। Icon টাতে Right Click করে Propertis এ যান।

  • Change Icon এ ক্লিক করে Internet Explorer এর Icon দিয়ে দিন।



  • বাহ! Fake একটা Internet Explorer তৈরি করে ফেললেন সহজে! যেই লোক এই ফাদে পা দিবে কয়েক সেকেন্ডের মধ্যেই তার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। জিনিসটা আপনার বন্ধুকে পাঠিয়ে দিন কোন ফাইলের সাথে, আর বলেন একটু Icon টাতে ক্লিক করতে। এভাবে বোকা বানিয়ে দিন তাকে আর আপনি মজা লুটেন !!!
  • Program বন্ধ করতে চাইলে এটা আবার Delete করে দিতে পারেন।
  • সবশেষে একটা কথাঃ
    এই কাজটির মাধ্যমে আপনি যে কারো সাথে আপনি মজা করতে পারেন। কিন্তু এমন সময় করবেন না, যখন কেউ কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে। কারণ সেই সময় করলে সে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ ডাটা হারাতে পারে, যার জন্য আপনি দায়ী থাকবেন।

    Comments

    Popular posts from this blog

    উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

    স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

    সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন