আসুন তাহলে দেখি কিভাবে এটা করবেন।
আগে একটা কথা বলা উচিত এটা আসলে সত্যিকার অর্থে ভাইরাস না, এটা একটা Shutdown Program.
এই মজার কাজটার জন্য কেবল নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
তারপর Next এ ক্লিক করুন।
এখানে 10 নির্দেশ করছে কত সময়ের মধ্যে কম্পিউটারটি Shut Down হয়ে যাবে। এখানে 10 দেওয়ার মানে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হবে। আপনি যদি আরও বেশি বা কম দিতে চান তাহলে 10 এর জায়গায় অন্য সংখ্যা লিখুন। Icon এ ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে যে Message টি আসবে সেটি হচ্ছে "Virus Detected!! This computer is hacked by Shohag!!!". আপনি ইচ্ছা হলে নিজের মত করে এটি পরিবর্তন করতে পারেন।
বাহ! Fake একটা Internet Explorer তৈরি করে ফেললেন সহজে! যেই লোক এই ফাদে পা দিবে কয়েক সেকেন্ডের মধ্যেই তার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। জিনিসটা আপনার বন্ধুকে পাঠিয়ে দিন কোন ফাইলের সাথে, আর বলেন একটু Icon টাতে ক্লিক করতে। এভাবে বোকা বানিয়ে দিন তাকে আর আপনি মজা লুটেন !!!
এই কাজটির মাধ্যমে আপনি যে কারো সাথে আপনি মজা করতে পারেন। কিন্তু এমন সময় করবেন না, যখন কেউ কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে। কারণ সেই সময় করলে সে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ ডাটা হারাতে পারে, যার জন্য আপনি দায়ী থাকবেন।
ConversionConversion EmoticonEmoticon