লেখা যায়। যা যা লাগবে তা হল শুধুমাত্র অভ্র কীবোর্ড সফটওয়্যার আর বাংলা ANSI ফন্ট। যাদের কম্পিউটারে ইন্সটল করা আছে তাদের তো হলই, যাদের নেই তারা এই লিঙ্ক থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন (১১.৮ এমবি) অথবা এইখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন এবং দরকার হলে পিসি রিস্টার্ট করুন।
চলুন তাহলে শুরু করা যাক। স্টেপ গুল ফলো করুনঃ-
- বাংলা এএনএসআই ফন্ট ইন্সটলঃ এ কাজের জন্য আপনারা যেকোনো ANSI ফন্ট ব্যবহার করতে পারেন। যেমনঃ Siyam Rupali ANSI, Kalpurush ANSI ইত্যাদি। এই ফন্ট গুলা আপনারা ডাউনলোড করতে পারেন (যদিও অভ্র তে ফন্ট গুলা Built In থাকে) এবং ফন্ট গুলো আপনার লোকাল ড্রাইভ এর ফন্ট ফোল্ডার এ ইন্সটল করুন (eg. [C:\Windows\Fonts])।
- এখন এখানে যান -- >> Avro Settings > Output as ANSI > Use ANSI anyway
- ব্যস। কাজ শেষ !! এখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে ঞ্জেখানে বাংলা লিখবেন সেখানে যান। সেখানে ফন্ট হিসেবে Siyam Rupali Ansi সিলেকট করুন এবং অভ্র কীবোর্ড এ বাংলা মুড সিলেক্ট করুন।
- এখন খুব সহজেই ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখুন
ConversionConversion EmoticonEmoticon