ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখবেন (নতুনদের জন্য)

| প্রকাশিত হয়েছেঃ July 28, 2013 | টিউন বিভাগঃ
অনেকেরই ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখতে সমস্যায় পড়তে হয়। কেননা ফটোশপ ও ইলাস্ট্রেটরে সচরাচর নিয়মে বাংলা লিখা যায় না। আজ আমি আপনাদের দেখাব কিভাবে অভ্র কীবোর্ড ব্যবহার করে ফটোশপ ও ইলাস্ট্রেটরে খুব সহজে বাংলা
লেখা যায়। যা যা লাগবে তা হল শুধুমাত্র অভ্র কীবোর্ড সফটওয়্যার আর বাংলা ANSI ফন্ট। যাদের কম্পিউটারে ইন্সটল করা আছে তাদের তো হলই, যাদের নেই তারা এই লিঙ্ক থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন (১১.৮ এমবি) অথবা এইখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন এবং দরকার হলে পিসি রিস্টার্ট করুন।
কিভাবে ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখবেনচলুন তাহলে শুরু করা যাক। স্টেপ গুল ফলো করুনঃ-
  • বাংলা এএনএসআই ফন্ট ইন্সটলঃ এ কাজের জন্য আপনারা যেকোনো ANSI ফন্ট ব্যবহার করতে পারেন। যেমনঃ Siyam Rupali ANSI, Kalpurush ANSI ইত্যাদি। এই ফন্ট গুলা আপনারা ডাউনলোড করতে পারেন (যদিও অভ্র তে ফন্ট গুলা Built In থাকে) এবং ফন্ট গুলো আপনার লোকাল ড্রাইভ এর ফন্ট ফোল্ডার এ ইন্সটল করুন (eg. [C:\Windows\Fonts])।
  • এখন এখানে যান -- >> Avro Settings > Output as ANSI > Use ANSI anyway
নিচের ছবি গুলা দেখুন এবং এই অনুসারে কাজ করুনঃ


  • ব্যস। কাজ শেষ !! এখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে ঞ্জেখানে বাংলা লিখবেন সেখানে যান। সেখানে ফন্ট হিসেবে Siyam Rupali Ansi সিলেকট করুন এবং অভ্র কীবোর্ড এ বাংলা মুড সিলেক্ট করুন।

  • এখন খুব সহজেই ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখুন

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger