এই মাসেই বাংলাদেশে পেপাল আসছে

| প্রকাশিত হয়েছেঃ July 27, 2013 | টিউন বিভাগঃ
ইন্টারনেটে অর্থ লেনদেনের সুবিধার্থে এ মাসেই বাংলাদেশে পেপাল চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অর্থ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমি গভর্নরের সঙ্গে দশ দিন কথা বলেছি, তিনি বলেছিলেন জুনের মধ্যে কাজ শুরু করতে পারবেন। ইতোমধ্যে একটি ব্যবস্থা হয়েছে। এখন বলছেন এ মাসের মধ্যে সম্ভব হবে। এটি শুরু হলে ‍যারা আউট সোর্সিং করে তারা আর কম টাকা পাবে না। ”
সম্মেলনে জেলা প্রশাসকরা দুর্যোগের জন্য বরাদ্দ চেয়েছেন বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, দুর্যোগের জন্য ফান্ড করা হয়েছে কিন্তু এক্টিভেটেড করা হয়নি। এক্টিভেটেট হলে জেলা প্রশাসকদের ক্ষমতা দেয়া হয়েছে যেন তারা স্বয়ংক্রিয় এ বরাদ্দ পান।
বেসরকারি ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ না করায় সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসকরা।
জেলা প্রশাসকরা অর্থবছর মেয়াদ পরিবর্তনের সুপারিশ করেছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।
এ বিষয়ে তিনি বলেন, “অর্থবছর পরিবর্তনের কোন সুযোগ নেই, বর্তমানে যে অর্থবছর আছে তা জুলাই থেকে জুন, তা আমাদের দেশের জন্য বেস্ট। মে থেকে এপ্রিল হবে ডিফিকাল্ট।

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Design by MS Design

Powered by Blogger