আপনি যেই নোকিয়া মোবাইলটি ব্যাবহার করছেন ওইটা কি আসল নাকি নকল

আসসালামু আলাইকুম,
মোবাইল আমাদের জিবনের এক প্রকার মৌলিক বিষয়। জা আমাদের জীবনকে করেছে সহজ কারন এইটি একটি যোগাযোগের সহজ মাধ্যম এর মাধ্যমে আমরা অনেক কিছু জানি যা আমার আর নতুন করে বলা লাগবে না। এই মুঠো ফন্টি সকলের হাতে হাতে রয়েছে কারন এইটি মানব
জিবনের অংশ বলে। কিন্তু দেখা জাচ্ছে যে প্রতি বছর চীন সব দেশে অনেক নিন্ম মানের মোবাইল ফোন ছড়িয়ে দিচ্ছে  কিন্তু বিক্রেতারা কিছু ব্র্যান্ড এর লোগো লাগিয়ে আশল বলে বিক্রয় করছে সবার কাছে ফোন বিজনেসম্যান এর প্রেসিডেন্ট জনাব জনাব নিজাম উদ্দিন জিতু বলেছেন প্রতি বছর ১০ লক্ষ্য মোবাইল এই দেশে আনা হয় জার মদ্ধে ৩০% ই নকল। তো যাই হোক এই উপকারি জিনিশ তা হয় নকল তবে কেমন তা লাগে চলুন দেখে আসি আপনি যেই মোবাইলটি ব্যাবহার করছেন ওইটা কি আশল নাকি নকল
প্রথমে আপনার মোবাইল এ লিখুন  *#06# এইবার দেখুন একটা IMEI নাম্বার এসেছে এইবার এই লিঙ্কে প্রবেশ করুন
এইবার নিচের ধাপ অনুশরন করে আপনার IMEI নাম্বারটি জাচাই করুন
IMEI-1

এই বক্সে আপনার IMEI নাম্বার প্রবেশ করিয়ে Validate IMEI তে ক্লিক করার পর যদি আপনার ফোন আসল হয় তবে নিচের ছবির মতো দেখাবে
IMEI-Valid

আর যদি নকল হয় তবে
IMEI-Not-Valid


আশা করি আপনাদের পোস্ট তা কাজে লাগবে

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন