সময় নষ্ট না করে আসুন কাজের কথা বলি।
প্রথম ধাপঃ প্রথমে স্টার্ট মেনু থেকে Notepad Run করান। এরপর নিচের কোড গুলো Copy করে Notepad এ Paste করুন।
@echo off
:W
if %time%==15:10:00.00 goto :X
goto :W
:X
shutdown.exe /s /f /t 60 /c "Go to bed!!!!!!"
এখানে “if %time%==15:10:00.00 goto :X” অংশে Time Edit করে দিন। যে সময়ে কম্পিউটার টি Shutdown হবে। Time Format হতে হবে International.
এখানে “shutdown.exe /s /f /t 60 /c "Go to bed!!!!!!"” অংশে “Go to bed!!!!!!” একটি Default Message যা Shutdown হওয়ার ১ মিনিট আগা মনিটরে প্রদর্শন করবে। এটি আপনি নিজের পছন্দ মতো পরিবর্তন করে দিতে পারেন।
দ্বিতীয় ধাপঃ এরপর Notepad এর ফাইল টি সেভ করুন। File Type এ দিন All File এবং File Entention হবে .bat অর্থাৎ Filename.bat দিয়ে সেভ করুন।
তৃতীয় ধাপঃ এরপর সেভ করা ফাইল টি Double Click করুন। দেখবেন একটা Empty Comand Promt Opnen হবে। আপনি এখন ঘুমিয়ে গেলেও আর সমস্যা নেই। আপনার Set করে দেওয়া Time এ কম্পিউটার
Shutdown হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।
ConversionConversion EmoticonEmoticon