ফেসবুক এর কিছু শর্টকাট কী

| প্রকাশিত হয়েছেঃ June 19, 2013 | টিউন বিভাগঃ
আমাদের প্রতিদিনই এখন কমবেশী কম্পিউটারে বসা লাগে – এবং নেটে বসলে একবারের জন্য হলেও যার ফেসবুক এ্যাকাউন্ট আছে সে ফেসবুকে যাবেই !
 আজকে লিখব ফেসবুকে কিছু “কী-বোর্ড শর্টকাট” নিয়ে – যা আমি নিশ্চিত আমাদের অনেকেই কোনদিন জানতই না.

শর্টকাটগুলো মূলত মাইক্রোসফ্‌ট উইন্ডোজ চালিত কম্পিউটারের উপর ভিত্তি করে, আশা করি লিনাক্সেও কাজ করবে… কিন্তু ম্যাক এর ক্ষেত্রে সিউর না!
ফেসবুক পেজে গিয়ে ‘কী’-গুলো একসাথে চাপুন! আর মজা দেখুন!
Alt + 1 : নিউজ ফিড -এ যাবে (News Feed, বা সবার ভাষায় “হোমপেজ” !)
Alt + 2 : প্রোফাইল
Alt + 6 : এ্যাকাউন্ট সেটিংস (Account Settings)
Alt + 7 : প্রাইভেসি সেটিংস (Privacy Settings)
Alt + 8 : সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে নিয়ে যাবে
Alt + 9 : ফেসবুকের Legal দলিল, প্রাইভেসি স্টেটমেন্ট ইত্যাদি পড়তে পারবেন
Alt + 0 : ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger