মিশেল ওবামা

| প্রকাশিত হয়েছেঃ June 07, 2013 | টিউন বিভাগঃ
মেয়েটা ছিলো নিগ্রো/­কৃষ্ঞাঙ্গ। সে যখন কলেজে ভর্তি হলো তখন তার রুমমেট হিসেবে একজন সাদা চামড়ার মেয়ে পেলো। তখন সেই কলেজে খুব কমই নিগ্রো মেয়ে পড়তো।
সাদা চামড়ার মেয়েটির মা যখন জানতে পারলেন যে তার মেয়ের রুমমেট হচ্ছে একটা নিগ্রো মেয়ে তখন তিনি খুব রেগে গেলেন এবং কলেজ অথোরিটির কাছে নালিশ করলেন।
এতে করে নিগ্রো মেয়েটাকে সেই রুম থেকে বের করে দেয়া হয়। মেয়েটার একটাই দোষ ছিলো যে সে কালো!
.
.
.
আপনারা জানেন সেই নিগ্রো মেয়েটাকে? হ্যা! তিনি হলেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা!
মিশেল ওবামা কে নিয়ে লেখা একটা বইয়ে এই ঘটনার উল্লেখ আছে। পরে সেই সাদা চামড়ার মেয়ের মায়ের একটা ইন্টারভিউ নেয়া হয়েছিলো এবং তিনি সেই ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষমা চান।
.
.
.
**তাই আমি বলবো, "শুধু সঠিক পথে থাকো, কারন আজ তোমাকে যারা Neglect করছে ভবিষ্যতে তারাই তোমাকে Celebrate করবে!"

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Design by MS Design

Powered by Blogger