আজম খান স্মরণে ফিডব্যাকের গান

গত ৫ জুন ছিল পপগুরু আজম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’-এ প্রয়াত এই শিল্পীকে স্মরণ করেই গাইবে ব্যান্ডদল ফিডব্যাক। তারা শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন এ অনুষ্ঠানে। গানের ফাঁকে ফাঁকে
ফিডব্যাক দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন আজম খানের সঙ্গে তাদের সম্পর্ক, বাংলাদেশে ব্যান্ডসঙ্গীতে আজম খানের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে। ফিডব্যাকের অন্যতম সদস্য ফুয়াদ নাসের (বাবু) বললেন, ‘পপ গুরু আজম খান ছিলেন বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃত্। ব্যান্ডসঙ্গীতের যে জোয়ার তিনি সৃষ্টি করেছিলেন, সে ধারা আজও অব্যাহত আছে। ব্যক্তিগতভাবে পপ গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অনেক মধুর। দীর্ঘ সময় কাটিয়েছি এ গুণধর ব্যক্তির সঙ্গে। তাই আরটিভির ওয়ালটন মিউজিক স্টেশনে তাকে স্মরণ করেই আমরা গাইব। অনুষ্ঠানে পপ গুরুর জনপ্রিয় গানের পাশাপাশি অন্যান্য গানও করব। আশা করি অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবে।’ ওয়ালটন স্টুডিও কনসার্ট প্রচার হবে আজ রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন