ওযুর রহস্যের কারণে ইসলাম গ্রহণ

| প্রকাশিত হয়েছেঃ June 18, 2013 | টিউন বিভাগঃ

এক ব্যক্তি বলেছেন, "আমি বেলজিয়ামে কোন এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইসলামের দা'য়াত দিলাম । সে জিজ্ঞেস করল, "ওযুর মধ্যে কি কি বৈজ্ঞানিক রহস্য আছে ?" আমি নিরুত্তর হয়ে যাই । তাকে একজন আলেমের
নিকট নিয়ে গেলাম কিন্তু তার কাছেও এর কোন জ্ঞান ছিল না । অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন এক ব্যক্তি তাকে ওযুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করল কিন্তু গর্দান মাসেহ্ করার রহস্য বর্ণনা করতে তিনিও অপারগ হলেন । এরপর সে(বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) চলে যায় । কিছু দিন পর এসে বলল, আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছেন, "যদি গর্দানের পৃষ্ঠদেশে ও দু'পার্শ্বে দৈনিক কয়েক ফোটা পানি লাগিয়ে দেয়া হয় তাহলে মেরুদন্ডের হাড় ও দূষিত মজ্জার সংক্রমণ থেকে সৃষ্ট ব্যাধিসমূহ থেকে নিরাপদ থাকা যায়" । এটা শুনে ওযুর মধ্যে গর্দান মাসেহ্ করার রহস্য আমার বোধগম্য হয়ে যায় । অতএব আমি মুসলমান হতে চাই এবং শেষপর্যন্ত বাস্তবেই সে মুসলমান হয়ে গেল ।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger