নিতে বসে আছে মাঝিটা, যে কিনা জমদূত। কিন্তু সে যাবে কি করে? তার মা’র যে সে ছাড়া আর কেউ নেই। কে দেখবে মা’কে? তার অন্ধ প্রেমিকা নদী, যে তাকে চোখের আলো ভাবছে। ওরা ভালোবেসে ফেলেছে একে অন্যকে। মেয়েটার কি হবে? কিন্তু জম তার কোনো কথা না শুনে তাকে টেনে নিয়ে যেতে থাকে নৌকার দিকে। হঠাত্ আকাশে একটা ঘণ্টা ধ্বনি হয়। জম কিছু একটা শুনে ছেড়ে দেয় আদিত্যের হাত। ইশারায় তাকে চলে যেতে বলে। একটি প্রজাপতি উড়ে এসে ছুঁয়ে আদিত্যকে ফিরিয়ে দিয়ে যায় প্রাণ। এমনই গল্পের ‘মায়া’ শিরোনামের নাটকে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। তার বিপরীতে কাজ করেছেন সজল। নাটকটি রচনা ও পরিচালনায় সৈকত রায়। চ্যানেল নাইনে আজ রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
মোনালিসার ‘মায়া’
নদীর পাড়ের এ জনমানবহীন জগত্টা আদিত্যের ভেতর এক ধরনের মুগ্ধতা সৃষ্টি
করেছে। কিন্তু হঠাত্ করে কোথা থেকে মাঝিটা উদয় হয়ে তাকে ভয় পাইয়ে দিচ্ছে।
মাঝিটা বলছে, এ পথের নাম নাকি মৃত্যুপথ, আদিত্য নাকি মৃত্যুর দিকে এগিয়ে
যাচ্ছে এবং নৌকা নিয়ে তাকে তুলে
নিতে বসে আছে মাঝিটা, যে কিনা জমদূত। কিন্তু সে যাবে কি করে? তার মা’র যে সে ছাড়া আর কেউ নেই। কে দেখবে মা’কে? তার অন্ধ প্রেমিকা নদী, যে তাকে চোখের আলো ভাবছে। ওরা ভালোবেসে ফেলেছে একে অন্যকে। মেয়েটার কি হবে? কিন্তু জম তার কোনো কথা না শুনে তাকে টেনে নিয়ে যেতে থাকে নৌকার দিকে। হঠাত্ আকাশে একটা ঘণ্টা ধ্বনি হয়। জম কিছু একটা শুনে ছেড়ে দেয় আদিত্যের হাত। ইশারায় তাকে চলে যেতে বলে। একটি প্রজাপতি উড়ে এসে ছুঁয়ে আদিত্যকে ফিরিয়ে দিয়ে যায় প্রাণ। এমনই গল্পের ‘মায়া’ শিরোনামের নাটকে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। তার বিপরীতে কাজ করেছেন সজল। নাটকটি রচনা ও পরিচালনায় সৈকত রায়। চ্যানেল নাইনে আজ রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
নিতে বসে আছে মাঝিটা, যে কিনা জমদূত। কিন্তু সে যাবে কি করে? তার মা’র যে সে ছাড়া আর কেউ নেই। কে দেখবে মা’কে? তার অন্ধ প্রেমিকা নদী, যে তাকে চোখের আলো ভাবছে। ওরা ভালোবেসে ফেলেছে একে অন্যকে। মেয়েটার কি হবে? কিন্তু জম তার কোনো কথা না শুনে তাকে টেনে নিয়ে যেতে থাকে নৌকার দিকে। হঠাত্ আকাশে একটা ঘণ্টা ধ্বনি হয়। জম কিছু একটা শুনে ছেড়ে দেয় আদিত্যের হাত। ইশারায় তাকে চলে যেতে বলে। একটি প্রজাপতি উড়ে এসে ছুঁয়ে আদিত্যকে ফিরিয়ে দিয়ে যায় প্রাণ। এমনই গল্পের ‘মায়া’ শিরোনামের নাটকে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। তার বিপরীতে কাজ করেছেন সজল। নাটকটি রচনা ও পরিচালনায় সৈকত রায়। চ্যানেল নাইনে আজ রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
ConversionConversion EmoticonEmoticon