নিজেই তৈরী করুন Portable software

| প্রকাশিত হয়েছেঃ June 01, 2013 | টিউন বিভাগঃ
  1. প্রথমে যে software কে Portable করবেন সেটি ইন্সটল করুন
  2. তারপর sotware টি যেখানে ইন্সটল হইছে সেখানে যান এবং uninstall file বাদ দিয়ে সব গুলো কপি করে অন্য কোনো drive এর folder এ রাখুন।
  3. তারপর install করা software টা uninstall korun ।
  4. এখন কপি করা ফাইল গুলো mark করুন এবং ডান বাটন ক্লিক করে add archive করুন এখন যে উইন্ডো আসবে সেখানে create SFX archive এ mark করুন
  5. এখন advance tab এ গিয়ে SFX option নির্বাচন করুন তারপর setup tab এ গিয়ে run after extraction এ কপি করা ফাইল গুলোর মুল application এর নাম কপি করে পেস্ট করুন এবং নামের সাথে .exe যোগ করবেন
  6. এখন modes এ গিয়ে Unpack to temporary folder মার্ক করুন এবং নিচের দিকে Hide all মার্ক করুন এখন OK করতে থাকুন ব্যস এখন কপি করা ফোল্ডারের মধ্যে একটি নতুন File পাবেন এটি হলো আপনার portable software

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger