পিসির রাইট মাউস ক্লিক এর “send to” মেনুতে নতুন গন্তব্য যুক্ত করুন

আমরা যারা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করি তারা দেখে থাকি যে আমরা যখন মাউসের রাইট ক্লিক করে থাকি তখন একটি মেনু দেখা যায় সেটি হচ্ছে “send to” এটির কাজ হচ্ছে সহজে যে কোণ ফোল্ডার বা ফাইল আপনি যে কোন ড্রাইভে কপি পেস্ট করতে
পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এটির গনব্য ফোল্ডার আগে থেকে ঠিক করে রেখেছে উইন্ডোজ সিস্টেম টি তাহলে চলুন আমরা এই মেনুর মাঝে আমাদের প্রয়োজন অনুযায়ী একটি গন্তব্য যুক্ত করে নেই এবং আরো দ্রুত ভাবে পিসিতে কাজ করা শুরু করি। আজকের ট্রিকস টি উইন্ডোজ ৭ বা ৮ এর জন্য প্রজয্য।
>প্রথমে সার্ট মেনু থেকে Run এ যেতে হবে।
> এবার কমান্ড প্রমট এর মাঝে shell:sendto লিখে Enter দিন।
> এবার একটি উইন্ডো ওপেন হবে এখনে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার টি ড্রাগ এন্ড ড্রপ করে দিন হয়ে যাবে।
>এবার রাইট ক্লিক করে দেখুন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার টি দেখা যাবে। এবং ব্যবহার করা যাবে ।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন