তাহলে এই টিউনটি আপনার জন্যেই । এখনই সেট করে নিন আপনার পছন্দের Image টিকে Folder Background হিসেবে ।
এ জন্য আপনাকে যা করতে হবে-
১। এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন ।
৩। এবারে "install.bat" ফাইল টিতে ডাবল ক্লিক করুন ।
একটি Window আসবে যেখানে আপনার Computer - এর Registry Install Alert দেখাবে ।
Yes চাপুন ।
৪। কম্পিউটার Restart করুন ।
৫। এবার যে ফোল্ডার-এ Background সেট করতে চান সেখানে যান ।
৬। Right Click -> Properties -> Folder Background -> Set Image -> Apply -> OK .
আপনার কাজ শেষ । প্রথমে Background Image না ও দেখাতে পারে । Window টা কেটে দিয়ে আবার ঢুঁকে দেখুন ।
বি.দ্র. : কখনও কখনও registry ঠিক মত Update হয় না । সে ক্ষেত্রে আপনি এই সুন্দর feature টির স্বাদ নিতে পারবেন না ।
ConversionConversion EmoticonEmoticon