টুইটার কি ?

ফেসবুকের মতই একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের মতই টুইটারে একটি অ্যাকাউন্ট খোলার পর তাতে স্ট্যাটাস আপডেট, কারো ওয়ালে পোস্ট করা, বা কারো ওয়ালে কমেন্ট ইত্যাদি করা যায়। ফেসবুকের মত টুইটারে ফ্রী সাইন আপ করা যায়।তবে কিছুটা ব্যাতিক্রম তো রয়েছে।



যেমন ফেসবুকে যেটাকে বলা হয় স্ট্যাটাস আপডেট টুইটারে সেটিকে বলা হয় টুইট(Tweet)। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় কিন্তু টুইটারে ফলো করা যায়। আপনি কাওকে ফলো করলে আপনি ঐ ব্যক্তির জন্যে ফলোয়ার এবং কেউ যদি আপনাকে ফলো করে থাকে তবে আপনি হচ্ছেন ফলোয়িং।যেকোন কিছু সম্পর্কে আপনি মাত্র ১৪০ ক্যারেক্টারের পোস্ট করতে পারেন। শেয়ার করতে পারেন ছবি এবং আইডিয়া। ছোট পোস্ট গুলোর জন্যে টুইটার এখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং এর একটি বড়ক্ষেত্র নিয়ে টুইটারের অবস্থান। আস্তে আস্তে টুইটার ফেসবুকের মতই জনপ্রিয়তা পাচ্ছে।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন