ওয়েব সাইট বা ওয়েব পেজ বলতে কি বুঝি ?

য়েব পেজ আর ওয়েব সাইট এক কথা নয়। যেমন- www.blogger.com একটি ওয়েব সাইট। কিন্ত এই ওয়েব সাইটটি অনেকগুলো ওয়েব পেজের সমন্ময়ে তৈরি হয়েছে। ওয়েব সাইট হল স্বতন্ত্র HTML ডকুমেন্ট। ওয়েব সাইট হল অনেকগুলো ওয়েব পেজের সমাহার।


আর ইন্টারনেটে ওয়েবসাইটই হল প্রান কেন্দ্র । এখানেই সকল তথ্য জমা থাকে । ফলে ইন্টারনেট ব্যবহারকারী প্রয়োজনীয় ফাইল, তথ্য সংগ্রহ এবং আদান প্রদান করতে পারে।তাহলে যা বুজলাম তাহলো ওয়েব সাইট হচ্ছে কোণ এক সাইট এর নাম আর ওয়েব পেজ হোল ঐ সাইট এর ভিতর যে পেজ গুলো আছে সেগুলোকে ওয়েব পেজ বলা হয়।


Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন