ড্রাইভ পার্টিশন করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়া খুব সহজে।

প্রথমে My Computer এর মাঝে রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন।
এবার নতুন পপ আপ উইন্ডোজ থেকে Disk Management এ ডাবল ক্লিক করুন।
দেখবেন আপনার কম্পিউটারের সব গুল ড্রাইভ show করছে।
এবার যে ড্রাইভ থেকে পার্টিশন করতে চান সেটিতে রাইটে ক্লিক করে Shrink Volume অপশন টি ক্লিক করুন।
এখন আপনার ইচ্ছা মত কতখানি স্পেস করতে চান তা Shrink করে নিন। মানে নতুন ড্রাইভটি কত জিবি করতে চান তা দেখিয়ে দিন।
এবার একটু খেয়াল করুন আপনার পপ আপ উইন্ডোজ টিতে একটা খালি রো স্পেস হয়ে আছে এটিতে রাইটে ক্লিক করে New Simple Volume ক্লিক করুন।
এবার Next এ ক্লিক করুন।এবং
এবার নতুন ড্রাইভটি ফরম্যাট করে নিতে পারেন
Next এ ক্লিক করুন।এবং finish এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার my computer এ প্রবেশ করে দেখুন আপনার নতুন একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে।

বিঃদ্রঃ আপনি যে ড্রাইভ থেকে পার্টিশন করবেন ওই ড্রাইভ থেকে আর ২য় বার পার্টিশন দিতে পারবেননা।

সবাই ভাল থাকুন ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন