ফেসবুক ‘হ্যাকার কাপ’ শীর্ষক এ আয়োজনে বিশ্বের যে কোনো দেশের প্রোগ্রামাররা অংশ নিতে পারবেন। ফেসবুকের ‘হ্যাকার কাপ’ পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বসেরা প্রোগ্রামার বেছে নিতে অনলাইনে
পরীক্ষার আয়োজন করবে ফেসবুক। বাছাইপর্বের সেরা প্রতিযোগীদের নিয়ে ২২ ও ২৩ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফেসবুক জানিয়েছে, গত বছর বিশ্বের ১৫০টি দেশের ৮ হাজার প্রতিযোগী হ্যাকার কাপে অংশ নেয়। এতে রাশিয়ার রোমান এন্ড্রিউ চ্যাম্পিয়ন হয়ে ৫ হাজার $ জিতেনেন। তবে এবার পুরস্কারের আর্থিক মূল্যমান বাড়ানো হয়েছে। প্রতিযোগিতায় এবারের বিজয়ী পাবেন ১০ হাজার $ । এছাড়া শীর্ষ ২৫ হ্যাকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত ফেসবুকের প্রধান কার্যালয় ভ্রমণের সুযোগ পাবেন। নিবন্ধনের ঠিকানা: www.facebook.com/hackercup/register
পরীক্ষার আয়োজন করবে ফেসবুক। বাছাইপর্বের সেরা প্রতিযোগীদের নিয়ে ২২ ও ২৩ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফেসবুক জানিয়েছে, গত বছর বিশ্বের ১৫০টি দেশের ৮ হাজার প্রতিযোগী হ্যাকার কাপে অংশ নেয়। এতে রাশিয়ার রোমান এন্ড্রিউ চ্যাম্পিয়ন হয়ে ৫ হাজার $ জিতেনেন। তবে এবার পুরস্কারের আর্থিক মূল্যমান বাড়ানো হয়েছে। প্রতিযোগিতায় এবারের বিজয়ী পাবেন ১০ হাজার $ । এছাড়া শীর্ষ ২৫ হ্যাকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত ফেসবুকের প্রধান কার্যালয় ভ্রমণের সুযোগ পাবেন। নিবন্ধনের ঠিকানা: www.facebook.com/hackercup/register
ConversionConversion EmoticonEmoticon