গ্রাহকদের মোবাইল ফোন এবং একাউন্ট থেকে তথ্য চুরির অভিযোগে ফেসবুক, টুইটার ও অ্যাপলসহ ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র সরকার।
অভিযোগে বলা হয়, এসব প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন গ্রাহকদের মোবাইল ও অনলাইন অ্যাকাউন্টের ‘অ্যাড্রেস বুক’র তথ্য তাদের অনুমতি ছাড়াই মোবাইল ও অনলাইন একাউন্ট
থেকে সব সময় আপলোড করতে থাকে। ফেসবুক, টুইটার ও অ্যাপলের পাশাপাশি যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তাদের সবাই অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে। তথ্য চুরির ব্যাপারটি প্রথম আলোচনায় আসে গত মাসে যখন অ্যাপ্লিকেশন নির্মাতা ‘প্যাথ’র সিইও জানান, তাদের তৈরি সফটওয়্যারের আইফোন ভার্সনটি গ্রাহকদের অনুমতি ছাড়াই মোবাইল থেকে তথ্য আপলোড করছে। এর জন্য তিনি ‘প্যাথ’র পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা চান। এর সূত্র ধরেই অ্যাপলসহ ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগে বলা হয়, এসব প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন গ্রাহকদের মোবাইল ও অনলাইন অ্যাকাউন্টের ‘অ্যাড্রেস বুক’র তথ্য তাদের অনুমতি ছাড়াই মোবাইল ও অনলাইন একাউন্ট
থেকে সব সময় আপলোড করতে থাকে। ফেসবুক, টুইটার ও অ্যাপলের পাশাপাশি যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তাদের সবাই অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে। তথ্য চুরির ব্যাপারটি প্রথম আলোচনায় আসে গত মাসে যখন অ্যাপ্লিকেশন নির্মাতা ‘প্যাথ’র সিইও জানান, তাদের তৈরি সফটওয়্যারের আইফোন ভার্সনটি গ্রাহকদের অনুমতি ছাড়াই মোবাইল থেকে তথ্য আপলোড করছে। এর জন্য তিনি ‘প্যাথ’র পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা চান। এর সূত্র ধরেই অ্যাপলসহ ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।
ConversionConversion EmoticonEmoticon