কম্পিউটারের আইকন বলতে কি বুঝানো হয় ?

ফাইলকে আপনি যেভাবে দেখেন তাই হচ্ছে আইকন । কম্পিউটার স্ক্রীনের আইকন একটি প্রোগ্রাম বা অবজেক্টকে নির্দেশ করে । যেমন : ডেক্সটপের উইন্ডোতে আপনি যে ফোল্ডার দেখেন তাই হচ্ছে আইকন ।
ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো দেখেন সেগুলোও আইকন । 1984 সালে ম্যাকিন্টোশ কম্পিউটারে আইকনের সূচনা হয়েছিল ।

আইকনকে ক্লিক এবং ড্রেগিং করলে এর ফাইলগুলো নাড়াচাড়া করা যায় । এছাড়া ডাবল ক্লিক করে প্রোগ্রাম ওপেন করা যায় । গ্রাফিকাল ইউজার ইন্টারফেসে আইকন হচ্ছে মৌলিক ফিচার যা টেক্সট কমান্ড থেকে ব্যবহার করা সহজ।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন