কম্পিউটারের আইকন বলতে কি বুঝানো হয় ?

| প্রকাশিত হয়েছেঃ March 20, 2013 | টিউন বিভাগঃ
ফাইলকে আপনি যেভাবে দেখেন তাই হচ্ছে আইকন । কম্পিউটার স্ক্রীনের আইকন একটি প্রোগ্রাম বা অবজেক্টকে নির্দেশ করে । যেমন : ডেক্সটপের উইন্ডোতে আপনি যে ফোল্ডার দেখেন তাই হচ্ছে আইকন ।
ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো দেখেন সেগুলোও আইকন । 1984 সালে ম্যাকিন্টোশ কম্পিউটারে আইকনের সূচনা হয়েছিল ।

আইকনকে ক্লিক এবং ড্রেগিং করলে এর ফাইলগুলো নাড়াচাড়া করা যায় । এছাড়া ডাবল ক্লিক করে প্রোগ্রাম ওপেন করা যায় । গ্রাফিকাল ইউজার ইন্টারফেসে আইকন হচ্ছে মৌলিক ফিচার যা টেক্সট কমান্ড থেকে ব্যবহার করা সহজ।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger