ইন্টারনেটের Browser বলতে কি বুঝি ?

ওয়েব ব্রাউজার হোল কম্পিউটার এর একটি প্রোগ্রাম,যার মাধ্যমে আমরা ইন্টারনেট এ কোণ ওয়েব পেজ ভিজিট করতে পারি। একটি “ওয়েব ব্রাউজার” কে শুধুমাত্র “ব্রাউজার”ও বলা হয়ে থাকে। নিশ্চিতভাবে আপনি এ লেখাটি পড়ছেন একটি ব্রাউজারের মাধ্যমে।



আপনি কম্পিউটার ব্যবহার করার জন্য যে কোণ উইন্ডোজই ব্যবহার করেন না কেন(windows xp,windows vista,windows 7),সব উইন্ডোজ এই একটি Browser ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে,তার নাম হোল Internet explorer,এখানে Internet expllorer হোল একটি ব্রাউজার,যার মাধ্যমে আপনি কোণ ওয়েবপেজ ভিজিট করতে পারেন। এটা একধরণের প্রোগ্রাম যেটি সাধারণত মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশের জন্য ব্যবহার করে থাকে। এটি এইচটিএমএল কোড ও এর সাথে যুক্ত টেক্সট, ইমেজ , হাইপারটেক্সট লিংক, জাভাস্ক্রিপ্ট এবং জাভা অ্যাপ্লেটকে অনুবাদ করে। এইচটিএমএল কোড অনুবাদ করার পর ব্রাউজার সেগুলো সুন্দরভাবে পেজে প্রদর্শন করে।বাজারে অনেক ধরণের ব্রাউজার পাওয়া জায়,এক এক ধরণের ব্রাউজার এক এক ধরণের সুবিধা দিয়ে থাকে,এদের মদ্ধে সবচে ভালো ব্রাউজার গুলো হোলঃ Internet explorer (জেটি আপনি কম্পিউটার এর সাথে এমনিয় পাবেন), Mozilla Firefox,Google Chrome,Opera,Appel এর Safari ecc.

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন