ছবিটি ফটোশপ এ ওপেন করুন।
স্টেপ ২ :
টুলবার থেকে Magic Wand Tool টি সিলেক্ট করুন।
স্টেপ ৩ :
এবার ছবিটির বাইরের অংশে ক্লিক করুন। ভাল করে দেখার জন্য CTRL++(Zoom In) চেপে চুলের জায়গাটা সামনে নিয়ে আসুন। তারপর Shift চেপে ধরে ক্লিক করে Selection বাড়ান।
স্টেপ ৪ :
Ctrl+Alt+I চেপে Selection টি Inverse করুন।
স্টেপ ৫ :
Refine Edge বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬ :
View Dropdown মেনু থেকে On Black (B) সিলেক্ট করুন।
স্টেপ ৭ :
নিচের ছবির মত ভালু দিন।
স্টেপ ৮ :
সাদা অংশ গুলো ব্রাশ করুন। যাতে কন প্রকার সাদা দেখা না যায়।
স্টেপ ৯ :
ব্রাশ করা হয়ে গেলে OK চাপুন। ব্যাস, ছবিটি চুল সহ আলাদা হয়ে গেল। এবার এই ছবিটিতে যেকোনো ব্যাকগ্রাউন্ড দেয়া যাবে।
ConversionConversion EmoticonEmoticon