ফটোশপ সিএস ৬ এ লেয়ার মাস্ক ব্যবহার করে চুল সহ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন।

স্টেপ ১ :

ছবিটি ফটোশপ এ ওপেন করুন।

স্টেপ ২ :


টুলবার থেকে Magic Wand Tool টি সিলেক্ট করুন।



স্টেপ ৩ :

এবার ছবিটির বাইরের অংশে ক্লিক করুন। ভাল করে দেখার জন্য CTRL++(Zoom In) চেপে চুলের জায়গাটা সামনে নিয়ে আসুন। তারপর Shift চেপে ধরে ক্লিক করে Selection বাড়ান।



স্টেপ ৪ :

Ctrl+Alt+I চেপে Selection টি Inverse করুন।

স্টেপ ৫ :

Refine Edge বাটনে ক্লিক করুন।



স্টেপ ৬ :

View Dropdown মেনু থেকে On Black (B) সিলেক্ট করুন।



স্টেপ ৭ :

নিচের ছবির মত ভালু দিন।



স্টেপ ৮ :

সাদা অংশ গুলো ব্রাশ করুন। যাতে কন প্রকার সাদা দেখা না যায়।



স্টেপ ৯ :

ব্রাশ করা হয়ে গেলে OK চাপুন। ব্যাস, ছবিটি চুল সহ আলাদা হয়ে গেল। এবার এই ছবিটিতে যেকোনো ব্যাকগ্রাউন্ড দেয়া যাবে।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন