ফেসবুক কি ?

| প্রকাশিত হয়েছেঃ March 20, 2013 | টিউন বিভাগঃ
Facebook হল একটি সামাজিক নেটওয়াকিং ওয়েবসাইট যার যাত্রা শুরু হল ২০০৪ সালের ফেব্রুয়ারী মাস থেকে। এর মাধ্যমে ব্য রা একে অন্যর সাথে তথ্য শেয়ার করতে পারে।এর প্রতিষ্ঠাতা হল- Mark Juckerburg, Eduardo Saverin, Dustin Moskovitz and Chris Hughes ।



ফেসবুক মুলতঃ ডিজাইন করা হয়েছে কলেজ ছাত্রছাত্রীদেরদের জন্য। কিন্তু এখন ১৩ বছরের বেশি সবাই এটি ব্যবহার করতে পারবে। এই মুহুতে ফেসবুক ব্যবহারকারির সংখ্যা প্রায় ৬০০ মিলিয়ন এর বেশি।ফেসবুক যারা ব্যবহার করে তারা তাদের নিজস্ব প্রফাইলকে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, এবং তথ্য দ্বারা নিজের ইচ্ছামত সাজাতে করতে পারে। ফেসবুক এর মাধ্যমে ব্যবহারকারিরা তাদের বন্ধুদের সাথে চ্যাট, মেসেজ আদান প্রদান করতে পারে।যারা ফেসবুক ব্যবহার করে তাদের প্রত্যেকের প্রফাইলে একটি "Wall" আছে, যেখানে সবাই মন্তব্য প্রেরণ করতে পারে। মুলতঃ এই Wall Posting হল Public Conversation.

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger