অনেকেই ওয়েবসাইট এ বার-বার লগিন পাসওয়ার্ড দেওয়ার বিড়ম্বনা থেকে বাচার জন্য ‘
Remember My Password ’ অপশন ব্যাবহার করে থাকেন।
এর ফলে পাসওয়ার্ড গুলি ব্রাউজার এ সংরক্ষিত থাকে আর বারবার লিখতে হয় না।
ব্যাবহারকারি যখনি লগইন পেজ ওপেন করে ইউজারনেম আর পাসওয়ার্ড এর ঘর গুলি অটোমেটিক পূরণ হয়ে যায়। কিন্তু এখানে ইউজারনেম ঠিক থাকলেও পাসওয়ার্ড গুলি দেখায় কতগুলি কালো ফোঁটার মতো। ওয়েব-ব্রাউজার নিজ থেকে এই কাজটি করে নেয় যেন ব্যাবহারকারির পাসওয়ার্ড টি সুরক্ষিত থাকে আর কেউ বুঝতে না পারে। ব্রাউজার এ সংরক্ষিত এসব পাসওয়ার্ড আপনি বের করতে পারেন অপশন ব্যাবহার করে। কিন্তু বেশি ওয়েবসাইট এর পাসওয়ার্ড সেভ করা থাকলে এটা বিরক্তিকর মনে হয়। অন্যথায়… আপনি পেজ এলামান্ট ইন্সপেকট করে বের করতে পারেন। এ পদ্দতিতে আপনাকে যা করতে হবেঃ ১. ওয়েবসাইট টি ওপেন করুন যেখানে আপনি পাসওয়ার্ড সেভ করেছেন। ২. পাসওয়ার্ড এর ঘরে কালো ফোঁটাগুলি সিলেক্ট করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে ‘ Inspect Page Element ’ অপশন এ ক্লিক করুন। ৩. এখন আপনি পেজ এর HTML সোর্স কোড দেখতে পাবেন, এর যেটুকু সিলেক্ট করেছিলেন এখানেও তা সিলেক্ট করে অবস্তায় থাকবে। ৪. এখন পাসওয়ার্ড দেখার জন্য password লেখা যায়গাটিতে text লিখে দিন এবং এন্টার চাপুন। কাজ হয়ে গেছে, উইন্ডো টি ক্লোজ করুন আর দেখুন আপনার পাসওয়ার্ড নামি ফোঁটা গুলি এখন প্লেইন টেক্সট এ দেখাচ্ছে। এটা খুবই সামান্য একটা ট্রিক্স, কিন্তু এর মাধ্যমে কখনো-কখনো অন্নের পাসওয়ার্ড ও চুরি করা সম্ভব।
ব্যাবহারকারি যখনি লগইন পেজ ওপেন করে ইউজারনেম আর পাসওয়ার্ড এর ঘর গুলি অটোমেটিক পূরণ হয়ে যায়। কিন্তু এখানে ইউজারনেম ঠিক থাকলেও পাসওয়ার্ড গুলি দেখায় কতগুলি কালো ফোঁটার মতো। ওয়েব-ব্রাউজার নিজ থেকে এই কাজটি করে নেয় যেন ব্যাবহারকারির পাসওয়ার্ড টি সুরক্ষিত থাকে আর কেউ বুঝতে না পারে। ব্রাউজার এ সংরক্ষিত এসব পাসওয়ার্ড আপনি বের করতে পারেন অপশন ব্যাবহার করে। কিন্তু বেশি ওয়েবসাইট এর পাসওয়ার্ড সেভ করা থাকলে এটা বিরক্তিকর মনে হয়। অন্যথায়… আপনি পেজ এলামান্ট ইন্সপেকট করে বের করতে পারেন। এ পদ্দতিতে আপনাকে যা করতে হবেঃ ১. ওয়েবসাইট টি ওপেন করুন যেখানে আপনি পাসওয়ার্ড সেভ করেছেন। ২. পাসওয়ার্ড এর ঘরে কালো ফোঁটাগুলি সিলেক্ট করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে ‘ Inspect Page Element ’ অপশন এ ক্লিক করুন। ৩. এখন আপনি পেজ এর HTML সোর্স কোড দেখতে পাবেন, এর যেটুকু সিলেক্ট করেছিলেন এখানেও তা সিলেক্ট করে অবস্তায় থাকবে। ৪. এখন পাসওয়ার্ড দেখার জন্য password লেখা যায়গাটিতে text লিখে দিন এবং এন্টার চাপুন। কাজ হয়ে গেছে, উইন্ডো টি ক্লোজ করুন আর দেখুন আপনার পাসওয়ার্ড নামি ফোঁটা গুলি এখন প্লেইন টেক্সট এ দেখাচ্ছে। এটা খুবই সামান্য একটা ট্রিক্স, কিন্তু এর মাধ্যমে কখনো-কখনো অন্নের পাসওয়ার্ড ও চুরি করা সম্ভব।
ConversionConversion EmoticonEmoticon