অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!! (Notepad-এর চমক)

কম্পিউটারে কাজ সম্পাদন করা হলে বিভিন্ন ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয় । এই ফাইলগুলো কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি সম্পন্ন করে । ফাইলগুলো নিম্নরূপ-

1. %Temp%

2. Recent

3. History

4. Temporary

5. Microsoft Office Recent

6. Temporary Internet Files

7. system32\1054

8. prefect

9. Cookies

10. Offline Web Pages

11. system32\wbem\Logs etc.


এই ফাইলগুলো পরিষ্কার করতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি । তাছাড়া %Temp%, Temp , Recent, prefect, Cookies প্রভৃতি পরিষ্কার করতে রানে গিয়ে এগুলো লিখে এন্টার চেপে সিলেক্ট করে ডিলেট করি । আপনি চাইলে একটি ব্যাচ ফাইল তৈরী করে উপরোক্ত ফাইলগুলো অতিসহজে মুছে ফেলতে পারেন । আর কথা না বাড়িয়ে আসুন নোটপ্যাডে একটি ব্যাচ ফাইল তৈরী করি এবং ডাবল ক্লীক করে সব অপ্রয়োজনীয় ফাইল মুছে দেই ।


প্রক্রিয়াটি নিম্নরুপ-

১) start > All Programs > Accessories > Notepad ওপেন করুন ।

২) Notepad-এ নিচের লেখাগুলো কপি-পেষ্ট করুন ।

@echo off

@echo.

del "C:\WINDOWS\Temp" /s /q
del "C:\Documents and Settings\User_Name\Recent" /s /q
del "c:\Documents and Settings\User_Name\local settings\temp" /s /q
del "c:\Documents and Settings\User_Name\local settings\history" /s /q
del "c:\Documents and Settings\User_Name\local settings\temporary" /s /q
del "C:\Documents and Settings\User_Name\Application Data\Microsoft\Office\Recent" /s /q
del "C:\Documents and Settings\User_Name\Local Settings\Temporary Internet Files" /s /q
del "C:\WINDOWS\system32\1054" /s /q
del "c:\windows\prefects" /s /q
del "C:\Program Files\Uninstall Information" /s /q
del "c:\Documents and Settings\User_Name\Cookies" /s /q
del "C:\WINDOWS\Offline Web Pages" /s/q
del "C:\WINDOWS\Prefetch" /s/q
del "C:\WINDOWS\system32\wbem\Logs\*.log" /s/q
del "C:\WINDOWS\*.log" /s/q
msg %username% "Remover - By User_Name "
exit
pause
@end
৩) User Name-এর স্থলে আপনার লগইনকৃত Name লিখুন । এজন্য আপনার লগইনকৃত Nameটি Documents and Settings হতে চেক করে নিন ।
৪) এবার File > Save As এ ক্লীক করুন । File Name: Clear.bat এবং Save as type : All files সিলেক্ট করুন । অত:পর এটি ডেস্কটপে Save করুন ।
৫) হ্যাঁ , তৈরী হয়ে গেল ব্যাচ ফাইল । এখন শুধু এর উপর ডাবল ক্লীক করুন এবং পরিষ্কার করুন অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল ।


Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন