ইন্টারনেট এ এড্রেসবার বা URL বলতে কি বুঝি ?

| প্রকাশিত হয়েছেঃ March 20, 2013 | টিউন বিভাগঃ
অ্যাড্রেসবার হল ওয়েব ব্রাউজারের উপরের অংশে থাকা একটি টেক্সট লেখার জায়গা যেখানে বর্তমান ওয়েব পেজের ইউআরএল(URL) প্রদর্শিত হয়,আর URL হোল অ্যাড্রেসবারের ভিতর যে লেখা গুলো থাকে তাকে URL বলা হয়।


অ্যাড্রেসবারে ইউজার ম্যানুয়েলি ইউআরএল বসাতে পারেন।যখন আমরা নতুন ওয়েবপেজ এ প্রবেশ করি তখন অ্যাড্রেসবারের ইউআরএলটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। কোন একটি ওয়েবপেজের ইউআরএল দেখার জন্য অ্যাড্রেসবার লক্ষ করা হয়। যদি ইউজার কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েবপেজে ভিজিট করতে চায় তাহলে অ্যাড্রেসবারে ওয়েব অ্যাড্রেসটি(URL) বসিয়ে এন্টার চাপ দিলে ব্রাউজারে ওয়েবপেজটি খুলবে। এছাড়া কী-বোর্ডের এফ সিক্স(F6) বাটন চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়। আপনাদের আরও ভালো করে বুঝানোর জন্য নিচে ছবি দিয়ে বর্ণনা করা হোল।



Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger