ইন্টারনেট এ এড্রেসবার বা URL বলতে কি বুঝি ?

অ্যাড্রেসবার হল ওয়েব ব্রাউজারের উপরের অংশে থাকা একটি টেক্সট লেখার জায়গা যেখানে বর্তমান ওয়েব পেজের ইউআরএল(URL) প্রদর্শিত হয়,আর URL হোল অ্যাড্রেসবারের ভিতর যে লেখা গুলো থাকে তাকে URL বলা হয়।


অ্যাড্রেসবারে ইউজার ম্যানুয়েলি ইউআরএল বসাতে পারেন।যখন আমরা নতুন ওয়েবপেজ এ প্রবেশ করি তখন অ্যাড্রেসবারের ইউআরএলটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। কোন একটি ওয়েবপেজের ইউআরএল দেখার জন্য অ্যাড্রেসবার লক্ষ করা হয়। যদি ইউজার কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েবপেজে ভিজিট করতে চায় তাহলে অ্যাড্রেসবারে ওয়েব অ্যাড্রেসটি(URL) বসিয়ে এন্টার চাপ দিলে ব্রাউজারে ওয়েবপেজটি খুলবে। এছাড়া কী-বোর্ডের এফ সিক্স(F6) বাটন চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়। আপনাদের আরও ভালো করে বুঝানোর জন্য নিচে ছবি দিয়ে বর্ণনা করা হোল।


Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন