Windows 7 এর সকল আইকন পরিবর্তন করে নিন

জানি না আপনাদের কাছে Windows 7 বা 8 এর Default Icon গুলো কেমন লাগে...
আমার কাছে ভালো লাগে কিন্তু অনেকদিন তো হল...আর কত একই আইকন রাখবে মাইক্রোসফট??
 আমরা নতুনত্ব ভালোবাসি...তাই যারা আমার মত নতুনত্বকে ভালোবাসেন অথবা Windows 7 এর Default Icon গুলো তে সীমাবদ্ধ থাকতে রাজি নন আসুন আমরা আজকেই Windows 7 এর সকল Default Icon মুছে ধরনের আইকনে সাজাই আমাদের কম্পিউটারকে,


** প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইল দুটো ডাউনলোড করুন.........

ওয়ান টু

** এখন "Takeownership" File টা কে Run করুন...

** এখন (C:)\Windows\System32\ এখানে গিয়ে "Imageres.dll" file টাকে খুজে বের করুন...
এটা একটা .DLL ফাইল...
এখন এই ফাইলটাকে কপি করে C drive ছাড়া অন্যকোন ড্রাইভে *Backup হিসেবে রাখুন...

*Backup কেন??
ধরুন, কিছুদিন পর যদি আবার Windows এর পুরাতন ICON গুলো ফিরে পেতে চান তাহলে এই পদ্ধতিতে আবারও মুল ফাইলটাকে কপি করে
(C:)\Windows\System32\ পেষ্ট করে দিলে এ পুরাতন ICON ফিরে পাবেন...

** এখন Imageres file টি কে খুজে পেলে Right Mouse এ ক্লিক করে "Takeownership" option টিতে ক্লিক করুন

** এরপর, ফাইল টিকে যেকোন নামে Rename করে দেন...আমি যদিও শুধু একটা S যুক্ত করে রিনেম করেছি...। তখন নামটা এমন হয়ে যায়ঃ Imageress.dll

** এখন, আমার দেয়া Imageres.dll ফাইলটাকে কপি করে (C:)\Windows\System32\ এখানে পেষ্ট করেন.

** একটা Warning বা Pop-up window আসবে...Continue তে ক্লিক করুন...(ভালোভাবে খেয়াল করবেন যেন ফাইলটা অবশ্যই
(C:)\Windows\System32\ এখানে ঠিকভাবে পেষ্ট করা হয়েছে...না হলে কিন্তু পরে কম্পিউটার **অন** হবে না)

সবগুলো ষ্টেপ ঠিকভাবে করে থাকলে এখন কম্পিউটার রিষ্টার্ট দিন...

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন