Windows 7 এর সকল আইকন পরিবর্তন করে নিন

| প্রকাশিত হয়েছেঃ March 18, 2013 | টিউন বিভাগঃ
জানি না আপনাদের কাছে Windows 7 বা 8 এর Default Icon গুলো কেমন লাগে...
আমার কাছে ভালো লাগে কিন্তু অনেকদিন তো হল...আর কত একই আইকন রাখবে মাইক্রোসফট??
 আমরা নতুনত্ব ভালোবাসি...তাই যারা আমার মত নতুনত্বকে ভালোবাসেন অথবা Windows 7 এর Default Icon গুলো তে সীমাবদ্ধ থাকতে রাজি নন আসুন আমরা আজকেই Windows 7 এর সকল Default Icon মুছে ধরনের আইকনে সাজাই আমাদের কম্পিউটারকে,


** প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইল দুটো ডাউনলোড করুন.........

ওয়ান টু

** এখন "Takeownership" File টা কে Run করুন...

** এখন (C:)\Windows\System32\ এখানে গিয়ে "Imageres.dll" file টাকে খুজে বের করুন...
এটা একটা .DLL ফাইল...
এখন এই ফাইলটাকে কপি করে C drive ছাড়া অন্যকোন ড্রাইভে *Backup হিসেবে রাখুন...

*Backup কেন??
ধরুন, কিছুদিন পর যদি আবার Windows এর পুরাতন ICON গুলো ফিরে পেতে চান তাহলে এই পদ্ধতিতে আবারও মুল ফাইলটাকে কপি করে
(C:)\Windows\System32\ পেষ্ট করে দিলে এ পুরাতন ICON ফিরে পাবেন...

** এখন Imageres file টি কে খুজে পেলে Right Mouse এ ক্লিক করে "Takeownership" option টিতে ক্লিক করুন

** এরপর, ফাইল টিকে যেকোন নামে Rename করে দেন...আমি যদিও শুধু একটা S যুক্ত করে রিনেম করেছি...। তখন নামটা এমন হয়ে যায়ঃ Imageress.dll

** এখন, আমার দেয়া Imageres.dll ফাইলটাকে কপি করে (C:)\Windows\System32\ এখানে পেষ্ট করেন.

** একটা Warning বা Pop-up window আসবে...Continue তে ক্লিক করুন...(ভালোভাবে খেয়াল করবেন যেন ফাইলটা অবশ্যই
(C:)\Windows\System32\ এখানে ঠিকভাবে পেষ্ট করা হয়েছে...না হলে কিন্তু পরে কম্পিউটার **অন** হবে না)

সবগুলো ষ্টেপ ঠিকভাবে করে থাকলে এখন কম্পিউটার রিষ্টার্ট দিন...

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger