উইন্ডোজ ৮ পাসওয়ার্ড হারিয়ে গেলে তৈরি করে নিন পাসওয়ার্ড রিসেট ডিস্ক

| প্রকাশিত হয়েছেঃ March 22, 2013 | টিউন বিভাগঃ
মনে করেন কোন কারনে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হারিয়ে গেল কিন্তু নতুন করে পিসি সেটআপ দিলে অনেক ঝামেলা এবং কষ্টকর। তখন আপনি এই পাসওয়ার্ড রিসেট ডিস্ক ব্যবহার করে ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। তাহলে চলুন দেখি।
1. প্রথমে পিসি প্রবেশ করুন যে একাউন্টের পাসওয়ার্ড রিসেট ডিস্ক আপনি তৈরি করতে চান। 2. এবার Control Panel খুলে User Accounts ক্লিক করুন 3. এবার USB flash drive লাগান কম্পিউটার এর মাঝে। 4. এবার বাম পাশ থেকে Create a password reset disk link এ ক্লিককরুন। 5. Next 6. আপনার USB flash drive সিলেক্ট করে Next দিন 7. বর্তমান পাসওয়ার্ড টি দিয়ে Next 8. এবার Yes , চাপুন। 9. Next 10. ক্লিক Finish 11. এবার যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন ইউএসবি দ্রাইভ টিপিসিতে প্রবেশ করলেই হয়ে যাবে লগইন স্ক্রীন এর মাঝে।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger