উইন্ডোজ ৮ পাসওয়ার্ড হারিয়ে গেলে তৈরি করে নিন পাসওয়ার্ড রিসেট ডিস্ক

মনে করেন কোন কারনে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হারিয়ে গেল কিন্তু নতুন করে পিসি সেটআপ দিলে অনেক ঝামেলা এবং কষ্টকর। তখন আপনি এই পাসওয়ার্ড রিসেট ডিস্ক ব্যবহার করে ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। তাহলে চলুন দেখি।
1. প্রথমে পিসি প্রবেশ করুন যে একাউন্টের পাসওয়ার্ড রিসেট ডিস্ক আপনি তৈরি করতে চান। 2. এবার Control Panel খুলে User Accounts ক্লিক করুন 3. এবার USB flash drive লাগান কম্পিউটার এর মাঝে। 4. এবার বাম পাশ থেকে Create a password reset disk link এ ক্লিককরুন। 5. Next 6. আপনার USB flash drive সিলেক্ট করে Next দিন 7. বর্তমান পাসওয়ার্ড টি দিয়ে Next 8. এবার Yes , চাপুন। 9. Next 10. ক্লিক Finish 11. এবার যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন ইউএসবি দ্রাইভ টিপিসিতে প্রবেশ করলেই হয়ে যাবে লগইন স্ক্রীন এর মাঝে।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন