উইন্ডোজের লুকিয়ে থাকা সুন্দর থিমগুলো


Windows 7 লুকিয়ে থাকা অনেক থিম আছে অনেকেই এটা জানেনা্‌, জারা না জানেন শুধু তাদের জন্য আমার এই টিউন।
উইন্ডোজ ৭ এ বেশ কয়েকটি থিম থাকে। আপনি কোন ভাষাটি আপনার পিসির জন্য নির্বাচন করেছেন এর উপর ভিত্তি করে একটি থিম দেয়া হয়।

 কিন্তু আপনি চাইলে খুব সহজেই সবগুলো থিম ব্যবহার করতে পারেন।
নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ Windows+R টিপে রান খুলুন।
globalization লিখে এন্টার দিন।
এবার একটি নতুন উইন্ডো খুললে সার্চ বক্সে mct লিখে সার্চ দিন।
উপরের উইন্ডোতে আপনারা MCT-AU, MCT-CA,
MCT-GB, MCT-US এবং MCT-ZA
ফোল্ডারগুলো উপেন করলে theme নামের একটি ফোল্ডার পাবেন।
যে কোন ফোল্ডার ওপেন করে ভিতরের ফাইলটিতে ডাবল
ক্লিক করুন।
এবার উইন্ডোটি মিনিমাইজ করে আপনার পিসির
ব্যাকগ্রাউন্ডে নজর দিন……।
এভাবে বাকি থিমগুলোও আপনার সংগ্রহে রাখতে পারেন ।

Comments

Popular posts from this blog

উদ্যোক্তাদের জন্য ৫টি উপদেশ ৫টি প্রতিষ্টান প্রধানের পক্ষ থেকে

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

সবার চোখের আড়াল হতে আপনার ফেসবুক একাউন্ট হাইড করুন