উইন্ডোজের লুকিয়ে থাকা সুন্দর থিমগুলো

| প্রকাশিত হয়েছেঃ March 26, 2013 | টিউন বিভাগঃ

Windows 7 লুকিয়ে থাকা অনেক থিম আছে অনেকেই এটা জানেনা্‌, জারা না জানেন শুধু তাদের জন্য আমার এই টিউন।
উইন্ডোজ ৭ এ বেশ কয়েকটি থিম থাকে। আপনি কোন ভাষাটি আপনার পিসির জন্য নির্বাচন করেছেন এর উপর ভিত্তি করে একটি থিম দেয়া হয়।

 কিন্তু আপনি চাইলে খুব সহজেই সবগুলো থিম ব্যবহার করতে পারেন।
নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ Windows+R টিপে রান খুলুন।
globalization লিখে এন্টার দিন।
এবার একটি নতুন উইন্ডো খুললে সার্চ বক্সে mct লিখে সার্চ দিন।
উপরের উইন্ডোতে আপনারা MCT-AU, MCT-CA,
MCT-GB, MCT-US এবং MCT-ZA
ফোল্ডারগুলো উপেন করলে theme নামের একটি ফোল্ডার পাবেন।
যে কোন ফোল্ডার ওপেন করে ভিতরের ফাইলটিতে ডাবল
ক্লিক করুন।
এবার উইন্ডোটি মিনিমাইজ করে আপনার পিসির
ব্যাকগ্রাউন্ডে নজর দিন……।
এভাবে বাকি থিমগুলোও আপনার সংগ্রহে রাখতে পারেন ।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger