ওয়েবসার্ভার ?

| প্রকাশিত হয়েছেঃ March 20, 2013 | টিউন বিভাগঃ
ওয়েবসার্ভার হল একধরণের কম্পিউটার সিস্টেম যেটা বিভিন্ন ওয়েবসাইটকে হোস্ট করে থাকে। এটি ওয়েব সার্ভার সফটওয়্যার যেমনঃ এপ্যাচি কিংবা মাইক্রোসফট(Microsoft IIS) রান(run) করে, যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা হোস্টেড ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয়।
সাধারণত ওয়েবসার্ভার ইন্টারনেটের সাথে যুক্ত থাকে একটি উচ্চ গতিসম্পন্ন সংযোগের মধ্য দিয়ে যেটা ওসি-থ্রী(OC-3) কিংবা ডাটা ট্রান্সমিশনের হার দ্রুত করে। একটি দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কারণে ওয়েবসার্ভার ধীর হওয়া ছাড়াই একাধিক সংযোগকে সাপোর্ট করতে পারে।
যেকোন কম্পিউটারকেই ওয়েবসার্ভার হিসেবে ব্যবহার করা যায়, তবে অবশ্যই তাতে ইন্টারনেট সংযোগ এবং উপযুক্ত সফটওয়্যার ইন্সটল করা থাকতে হবে। বেশীরভাগ ওয়েবসার্ভারই ওয়ান-ইউ(1-U) র্যা ক মাউন্টেড সিস্টেম এবং বেশীরভাগ ওয়েবসার্ভার কোম্পানীতেই আছে একাধিক সার্ভার, যেখানে প্রতিটিতেই একাধিক সার্ভার থাকে। একই জায়গা থেকে অসংখ্য ওয়েবসাইটকে হোস্ট করার এটাই সবচেয়ে কার্যকর উপায়।

Previous
Next Post »
Design by MS Design

Powered by Blogger